চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ অভিযান শুরু ভারতের। তার আগে সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন অধিনায়ক রোহিত শর্মা। সেই ভিডিও শেয়ার করা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে। সেখানে ২০২৪-এর টি-২০ বিশ্বকাপ জয়ের খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। প্রায় ৭ বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হচ্ছে। শেষবার ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয়েছিল। ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রানার আপ হয়েছিল ভারত। এবার সেই আক্ষেপ মেটানোই লক্ষ্য রোহিতদের।
বোর্ডের শেয়ার করা ভিডিয়োতে রোহিতকে সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে দেখা যাচ্ছে। তিনি বলছেন, ‘ বার্বাডোস থেকে ভারত, সব জায়গায় আমাদের চ্যাম্পিয়নের মতো অনুভূতি হয়েছে। এবং আমাদের চ্যাম্পিয়ন মনে হচ্ছে। আমি নিশ্চিত যে আমাদের মতো আপনারাও নিজেদের চ্যাম্পিয়ন অনুভব করছেন। ফের একবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামছি আমরা। আমাদের প্রস্তুতি সারা হয়ে গেছে। টুর্নামেন্ট ম্যান্ডেট ডান। এখন মাঠে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার পালা। দলের জন্য, সমর্থকদের জন্য এবং গোটা দেশের জন্য, যারা সব সময় আমাদের হয়ে গলা ফাটায় - চলুন আরও একবার করে দেখাই, আপনারা এবং আমরা- একসঙ্গে চ্যাম্পিয়ন হয়ে দেখাই।’
উল্লেখ্য,১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে দুবাইয়ে উড়ে গিয়েছে ভারতীয় দল। ২০ ফেব্রুয়ারি অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে প্রতিযোগিতায় অভিযান শুরু করবে ভারত। প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে পাকিস্তানের। ২ মার্চ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ-এ-তে রয়েছে ভারত। তাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ড।
ইতিমধ্যেই প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে কিউয়িরা। তারা পাকিস্তানকে ৬০ রানে পরাজিত করেছে। ফলে ভারতও চাইবে তাদের প্রথম ম্যাচে বড় জয় পেতে। অন্যদিকে গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। টুর্নামেন্ট শেষ হবে ৯ মার্চ। তবে লড়াইটা ভারতের জন্য খুব সহজ হবে না। টিম ইন্ডিয়াকে যদি চ্যাম্পিয়ন হতে হয় তবে রোহিত এবং বিরাটের মতো সিনিয়র ক্রিকেটারদের রান করতে হবে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে রান পেয়েছিলেন এই দুই ক্রিকেটার। এখন দেখার দুবাইয়ে কী করে দেখান তারা।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :