সত্যি হল আশঙ্কা। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আশায় বড়সড় ধাক্কা লাগল শুরুতেই। মহম্মদ রিজওয়ানরা বাকি টুর্নামেন্টে পাচ্ছেন না তাদের তারকা ব্যাটসম্যান ফখর জামানকে। বুধবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান ফখর। যদিও তিনি পরে মাঠে ফিরে আসেন। তবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় প্রচণ্ড অস্বস্তিতে দেখায় পাক তারকাকে।
ফখর ৪১ বলে ২৪ রানের ধীর গতির ইনিংস খেলে আউট হন। মাঠে থাকাকালীন ব্যথায় কাতর দেখায় তাঁকে। মাইকেল ব্রেসওয়েলের বলে আউট হওয়ার আগে ফখরকে মাঠেই ফিজিওর শুশ্রুষা নিতে দেখা যায়।ম্যাচের শেষে পাক দলনায়ক রিজওয়ান ফখরের আঘাত কতটা গুরুতর, সেই বিষয়ে নিশ্চিত কিছু জানাতে পারেননি। শুধুমাত্র বলেন যে ফখরের ব্যথা রয়েছে। তার আগে পিসিবি সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে, ফখরের পেশিতে টানের জন্য তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিন্তু বাস্তবে, ফখরের আঘাত এতটাই গুরুতর যে, বাকি টুর্নামেন্টে তাঁর মাঠে নামার সম্ভাবনা ছিল নিতান্ত ক্ষীণ।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পরে ফখর সোশ্যাল মিডিয়ায় লেখেন, `সব থেকে বড় মঞ্চে পাকিস্তানের হয়ে প্রতিনিধিত্ব করা এই দেশের প্রতিটি ক্রিকেটারের জন্য একটি সম্মান এবং স্বপ্ন। আমি গর্বের সঙ্গে একাধিকবার পাকিস্তানের প্রতিনিধিত্ব করার সৌভাগ্য পেয়েছি। দুর্ভাগ্যবশত আমি এখন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ থেকে ছিটকে গিয়েছি। কিন্তু নিশ্চিতভাবে ঈশ্বরই সর্বোত্তম পরিকল্পনাকারী। সুযোগের জন্য কৃতজ্ঞ। আমি ঘরে বসে আমাদের বয়েজ ইন গ্রিনকে সমর্থন করব। এটি শুধুমাত্র শুরু, পুনরায় ফিরে আসা হবে ধাক্কার চেয়ে জোরালো। পাকিস্তান জিন্দাবাদ`।`
সরকারিভাবে ঘোষণার আগেই ফখরের বাকি টুর্নামেন্টে মাঠে নামা মুশকিল বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল পিসিবির তরফে। পাক দলের একজন সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘ফখর ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না, এবং সেই কারণেই সে দুবাই যাবে না। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচের আগেও তার ফিট হয়ে ওটা কঠিন বলে মনে হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ও ছিটকে গিয়েছে ধরে নেওয়া যায়।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড চোট পেয়ে ছিটকে যাওয়া ফখরের বদলি হিসেবে ইমাম-উল-হককে নাম পাঠায় আইসিসির কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ইভেন্ট টেকনিক্যাল কমিটি পাকিস্তান দলে ফখর জামানের বদলি হিসেবে ইমাম-উল-হকের নাম অনুমোদন করেছে। ২৯ বছর বয়সী ইমাম এখনও পর্যন্ত ৭২টি ওডিআই খেলেছেন।
ফখর জামানের ছিটকে যাওয়া ভারতের জন্য সুখবর হিসেবে বিবেচিত হবে নিশ্চিত। কারণ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ফখরের সেঞ্চুরির জন্যই ভারতীয় দল খেতাব জিততে পারেনি। ফখর ১০৬ বলে ১২টি চার ও তিনটি ছক্কায় ১১৪ রান করে পাকিস্তানকে জয়ের মঞ্চে বসিয়ে দেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :