ক্রিকেটের মাঠে ভুলচুক করে থাকেন সব খেলোয়াড়ই। তাবড় তাবড় ফিল্ডারকেও অতি সহজ ক্যাচ ছাড়তে দেখা যায়। তবে বৃহস্পতিবার দুবাইয়ে যে ভুল করে বসেন রোহিত শর্মা, নিজেকে ক্ষমা করা মুশকিল হবে হিটম্যানের পক্ষে।
দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ম্যাচে অক্ষর প্যাটেলের বলে জাকের আলির জলভাত ক্যাচ ছাড়েন রোহিত শর্মা। স্লিপে ফিল্ডিং করার সময় জাকেরের ব্যাটের কানা ছোঁয়া বল সোজা চলে যায় ভারত অধিনায়কের হাতে। তবে তিনি সেই সুযোগ কাজে লাগাতে পারেননি। বল তালুবন্দি করতে পারেননি রোহিত। ফলে ব্যক্তিগত শূন্য রানে জীবনদান পেয়ে যান জাকের।
এখন প্রশ্ন এই যে, রোহিত শর্মা তো আগেও ক্যাচ মিস করেছেন। তার ক্যাচ ছাড়ার ঘটনা এই প্রথম নয়। তাহলে এই একটি ক্যাচ মিস করার জন্য কেন অপরাধবোধে ভুগবেন তিনি। উত্তরটা জানলে ভারতীয় ক্রিকেটপ্রেমীদেরও রাগ হওয়া স্বাভাবিক।
আসলে অক্ষর প্যাটেল ঠিক তার আগের ২টি বলে পরপর আউট করেন তানজিদ হাসান ও মুশফিকুর রহিমকে। অর্থাৎ, রোহিত ক্যাচ মিস না করলে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করতেন অক্ষর প্যাটেল। রোহিতের ভুলে নিশ্চিত হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন অক্ষর।
দুবাইয়ে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ম্যাচের প্রথম ওভারে সৌম্য সরকারকে সাজঘরে ফেরান মহম্মদ শামি। দ্বিতীয় ওভারে বল করতে এসে হর্ষিত রানা তুলে নেন নাজমুল হোসেন শান্তর উইকেট। সপ্তম ওভারে শামির দ্বিতীয় শিকার হন মেহেদি হাসান মিরাজ। বাংলাদেশ ৮ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩৫ রান তোলে।
ইনিংসের নবম ওভারে প্রথমবার বল করতে আসেন অক্ষর প্যাটেল। তিনি দ্বিতীয় বলেই আউট করেন তানজিদ হাসানকে। ৮.২ ওভারে অক্ষরের বলে উইকেটকিপার লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন তানজিদ। উল্লেখযোগ্য বিষয় হল, লোকেশ রাহুল ছাড়া তানজিদের বিরুদ্ধে কট বিহাইন্ডের আবেদনই জানাননি কেউ। বোলার অক্ষর বুঝতেই পারেননি যে বল তানজিদের ব্যাটে লেগেছে। যদিও আম্পায়ার একা লোকেশের আবেদনেই আঙুল তুলে দেন। ব্যাটার রিভিউ নেওয়ার প্রয়োজন বোধ করেননি।
৮.৩ ওভারে অক্ষর প্যাটেলের বলে উইকেটকিপার লোকেশের দস্তানাতেই ধরা দেন সদ্য ক্রিজে আসা মুশফিকুর রহিম। ৮.৪ ওভারে অক্ষরের বল জাকের আলির ব্যাটের কানায় লেগে স্লিপে উড়ে যায়। সহজ ক্যাচ ধরতে পারেননি রোহিত। ক্যাচ মিস করে রোহিত রীতিমতো অনুতপ্ত ছিলেন। তিনি মাটিতে হাত ঠুকে নিজের হতাশাও প্রকাশ করেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :