AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ম্যাচ হেরে যা বললেন শান্ত


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১০:৪৩ এএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
ম্যাচ হেরে যা বললেন শান্ত

ভারতের বিপক্ষে জয় পেলো না বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৩৫ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দল। তবে সেই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। তার ক্যারিয়ার সেরা ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। কম রানের লক্ষ্য নিয়েও ভারতের ব্যাটারদের চাপে ফেলে টাইগার স্পিনাররা। তবে শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরে যায় বাংলাদেশ।    

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ৪৯.৪ ওভারে ২২৮ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় টাইগাররা। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেন তাওহিদ হৃদয়। এছাড়া জাকের আলি অনবদ্য ব্যাটিং করে অর্ধশতক পূর্ণ করেন। ভারতের পক্ষে মোহাম্মদ সামি দুর্দান্ত বোলিং করে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারত ৪৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। 

এমন হারের পর ব্যাটিং ব্যর্থতাকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেই সঙ্গে ফিল্ডিংয়ে মিসের বিষয়টিও উল্লেখ করেন তিনি। ম্যাচ শেষে ব্রডকাস্টারকে দেয়া সাক্ষাতকারে শান্ত বলেন, পাওয়ারপ্লেতে ৫ উইকেট হারানোর মূল্য দিতে হয়েছে। জাকের এবং হৃদয় দারুণ ব্যাটিং করেছে। ভারতের স্পিনারদের বিপক্ষে হৃদয় ভালো করেছে।

তিনি আরও বলেন, মাঠে আমরা বেশ কিছু ভুল করেছি। ক্যাচ মিস এবং কিছু রান আউট মিস করেছি। যা করতে পারলে চিত্রটা ভিন্ন হতে পারতো। এছাড়া নতুন বলে যদি কয়েকটি উইকেট নিতে পারতাম তাহলেও ম্যাচটা ভিন্ন হতে পারতো।

বাংলাদেশের পরবর্তী ম্যাচে ব্যাটিং লাইনআপের উন্নতি এবং ফিল্ডিংয়ে আরও মনোযোগী হওয়ার গুরুত্ব তুলে ধরেন অধিনায়ক শান্ত।


একুশে সংবাদ/ এস কে 

Link copied!