AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলির গাড়িবহর


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১৫ এএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
দুর্ঘটনার কবলে সৌরভ গাঙ্গুলির গাড়িবহর

দুর্ঘটনার কবলে পড়ল সৌরভ গাঙ্গুলির গাড়িবহর। বৃহস্পতিবার সকালে বর্ধমান যাওয়ার পথে তার গাড়িবহর দুর্ঘটনায় পড়ে। তবে সৌরভ এবং তার সঙ্গে যারা ছিলেন কারওরই কোনও আঘাত লাগেনি।  

দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে হুগলির দাদপুরে ঘটনাটি ঘটে। ‌সেই সময় বৃষ্টি হচ্ছিল। সৌরভের গাড়িবহরের সামনে একটি লরি ছিল। সেটি আচমকাই ব্রেক কষে। তাতে সৌরভের গাড়ির চালক সময় মতো ব্রেক কষলেও গাড়িবহরের পিছনে দু’টি গাড়ির মধ্যে সামান্য সংঘর্ষ হয়। 

দাদপুর থানার এক পুলিশ অফিসার জানিয়েছেন, ঘটনায় সৌরভের গাড়ির কোনও ক্ষতি হয়নি। সৌরভও কোনও রকম চোট পাননি। গাড়িবহরের যে দু’টি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে, সে দু’টি গাড়ি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে গাড়ি চালকেরা কোনও চোট পাননি। সকলেই সুস্থ ছিলেন।

এরপর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসের অডিটোরিয়ামে ছাত্রছাত্রীদের নানা প্রশ্নের উত্তর দেন মহারাজ। বিশ্ববিদ্যালয়ের মোহনবাগান মাঠও পরিদর্শন করেন তিনি। সেখান থেকে যান বর্ধমানের রাধারাণী স্টেডিয়ামে। সেখানে বর্ধমান ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সৌরভকে সম্বর্ধনা দেওয়া হয়।

সৌরভ বলেন, “আমি আপ্লুত। খুব ভাল লাগছে বর্ধমানে আসতে পেরে। তার থেকেও খুশি আপনারা আমাকে আমন্ত্রণ করেছেন। অনেক দিন ধরেই বিডিএস (বর্ধমান ক্রীড়া সংস্থা)-এর পক্ষ থেকে আসার জন্য বলা হচ্ছিল। আজ আসতে পেরে খুব ভাল লাগছে। ৫০ বছর ধরে বর্ধমান ক্রীড়া সংস্থার সঙ্গে সিএবি কাজ করছে। জেলা থেকে অনেক খেলোয়াড় উঠে এসেছে। আগামী দিনেও এই ভাবে জেলা থেকে খেলোয়াড় তুলতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহসভাধিপতি গার্গী নাহা, পুলিশ সুপার সায়ক দাস/সহ জেলা ক্রীড়া সংস্থার কর্তারা।


একুশে সংবাদ/ এস কে

Link copied!