AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারত শক্তিশালী, তবে আমাদেরও বাতিলের খাতায় ফেলো না


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৫৭ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
ভারত শক্তিশালী, তবে আমাদেরও বাতিলের খাতায় ফেলো না

পাকিস্তান কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকবে? এর উত্তর মিলতে পারে আগামী ৭২ ঘন্টার মধ্যেই। বাকি ম্যাচের পারফরমেন্স যাই হোক না কেন, পাকিস্তানকে ভারতের বিপক্ষে জিততেই হবে। এটা হচ্ছে প্রথম অঙ্ক, এরপর চাইতে হবে যাতে বাংলাদেশ কোনওভাবে নিউজিল্যান্ডকে সোমবার হারিয়ে দেয়।

ভারতীয় দল ইতিমধ্যেই যে পারফরমেন্স দেখিয়েছে গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তাতে একটা কথা তো পরিষ্কার, রোহিত শর্মাদের দলকে হারাতে নিজেদের ১০০ শতাংশ দিলে হবে না, পাকিস্তানের ক্রিকেটারদের ২০০ শতাংশ উজার করে দিতে হবে। তারই মধ্যে বড় ধাক্কা খেয়েছে পাক শিবির, দলের নির্ভরযোগ্য ব্যাটার শাহিন আফ্রিদি ছিটকে যাওয়ায়।  

এই আবহেই পাকিস্তানের ক্রিকেটার খুশদিল শাহ মেনে নিচ্ছেন ভারতীয় দলের শক্তি।তবে তিনি আশাবাদী পাকিস্তান দল যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারে, তাহলে টিম ইন্ডিয়াকেও হারানো সম্ভব এবং এই প্রতিযোগিতায় টিকে থাকা যাবে। তাঁর কথায়, ‘ভারতীয় দল খুবই ভালো, বেশ শক্তিশালী। কিন্তু সব দলকেই হারানো সম্ভব। আমরা যদি আমাদের শ্রেষ্ঠ পারফরমেন্স দিতে পারি, তাহলে জিতবই। এই বিশ্বাসটা আমার আছে, আর বিশ্বাস যদি নিজের ওপর থাকে, তাহলে জেতাও সম্ভব ’।

পরিসংখ্যান অবশ্য বলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের পাঁচবারের সাক্ষাৎে ভারতীয় দলকে তিনবারই হারিয়ে দিয়েছে পাকিস্তান শিবির। সাম্প্রতিক সময় বলতে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেও ভারতকে হারিয়েছিল সরফরাজ আহমেদের দল। যদিও ৫০ ওভারের বিশ্বকাপের নিরিখে অবশ্য ভারতীয় দলই সবথেকে বেশিবার ম্যাচ জিতেছে।

খুশদিল শাহ এই ম্যাচ নিয়েই বলছেন, ‘ভারত আর পাকিস্তান যখন মুখোমুখি হয়, গোটা বিশ্বের নজর থাকে সেই ম্যাচে। আর দুই দলের মধ্যে যেই দল সেদিন নিজেদের চাপ নিয়ন্ত্রণ করতে পারে, তাঁরাই জিতে মাঠ ছাড়ে, সেটা আমরা জানি। আমরা একটা ম্যাচে হেরেছি বটে, কিন্তু এখনও প্রতিযোগিতা থেকে ছিটকে যাইনি। আমরা ভারতকে হারাতে পারলেই খেলায় থাকব, তাই এখনই আমাদের কেউ বাতিলের খাতায় ফেলে দিও না ’।


একুশে সংবাদ/ এস কে

Link copied!