AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দল থেকে বাদ পড়ে যে বার্তা দিলেন ফখর জামান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:৩৮ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
দল থেকে বাদ পড়ে যে বার্তা দিলেন ফখর জামান

পাকিস্তান ক্রিকেট দলের ওপেনার ফখর জামানকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা সাজায় পাকিস্তান দল। এবার চোটের কারণে এই আসর থেকে ছিটকে গেলেন এই পাক ব্যাটার। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে তার সেঞ্চুরির হাত ধরেই শিরোপা জিতেছিল পাকিস্তান, কিন্তু এবার পরিস্থিতি একদম ভিন্ন।    

নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান ফখর। এই চোটের কারণে বেশিরভাগ সময় ফিল্ডিং করতে পারেননি এবং পাকিস্তানের ব্যাটিংয়ের সময়ও ওপেনিংয়ে নামেননি। চার নম্বরে নেমে ৪১ বলে ২৪ রান করে আউট হন তিনি। ম্যাচ শেষে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েন ফখর, আর তাকে সান্ত্বনা দেন সতীর্থ শাহিন শাহ আফ্রিদি এবং সাপোর্ট স্টাফরা।  

পিসিবি পরে একটি বিবৃতি দিয়ে ফখর জামানকে বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করে। ফখরের বদলি হিসেবে পাকিস্তান দলে নেয়া হয়েছে ইমাম উল হক, যিনি আজ দলের সঙ্গে যোগ দেবেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) পাকিস্তান তাদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে।

ফখর নিজের হতাশা প্রকাশ করে এক স্ট্যাটাসে লেখেন, বড় মঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা এই দেশের সবার জন্য স্বপ্ন ও সম্মানের। বহুবার আমি পাকিস্তানকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। দুর্ভাগ্যজনকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলাম। আল্লাহ শ্রেষ্ঠ পরিকল্পনাকারী, সুযোগের জন্য কৃতজ্ঞ। দলের প্রতি আমার সমর্থন থাকছে। এটা কেবল শুরু, ফেরাটা আরও শক্তিশালী হবে।


একুশে সংবাদ/ এস কে

Link copied!