ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘গোল ডট কম’ শেফিল্ড ইউনাইটেডের ফুটবলারদের পারিশ্রমিকের তালিকা প্রকাশ করেছে। গত মাসে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন হামজা। শীতকালীন দলবদলের মৌসুমে শেফিল্ডে যোগ দেয়া হামজা ক্লাবের অন্যদের চেয়ে বেশি বেতন পান।
‘গোল ডট কম’ এর দেয়া তথ্যমতে, শেফিল্ড থেকে বছরে ২৬ লাখ পাউন্ড বেতন পাবেন হামজা। বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে যা প্রায় ৪০ কোটি টাকা।
ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ বেতন ডিফেন্ডার রব হোল্ডিংয়ের। তার বেতন হামজার চেয়ে ২ লাখ ৬০ হাজার পাউন্ড কম। যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ বেতন বেন বেরেনটন দিয়াজ ও রিয়ান ব্রুস্টারের। দুজনেরই বেতন ১৮ লাখ ২০ হাজার পাউন্ড।
শেফিল্ড বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের টেবিলে দুইয়ে আছে। সবকিছু ঠিক থাকলে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে ফেরার ভালো সম্ভাবনা আছে ক্লাবটির। সেক্ষেত্রে বাংলাদেশি মিডফিল্ডারের সঙ্গে চুক্তিটাও স্থায়ী করে নিতে পারে শেফিল্ড। ইতোমধ্যে ক্লাবটির হয়ে চারটি ম্যাচ খেলে নিজের প্রতিভার জানান দিয়েছেন হামজা।
এদিকে দীর্ঘ অপেক্ষার পর আগামী মার্চে বাংলাদেশের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন হামজা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে লাল সবুজ জার্সিতে অভিষেকের অপেক্ষায় আছেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :