আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মন্থর গতির বোলিংয়ের দায়ে পাকিস্তান ক্রিকেট দলকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।গতকাল এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা হয়েছে পাকিস্তানের দলকে।
আইসিসির নীতিমালার ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ৫০ ওভার বোলিং সম্পন্ন করতে ব্যর্থ হলে ওভারপ্রতি ম্যাচ ফি’র ৫ শতাংশ জরিমানা করা হবে। দুই আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন ও চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফের অভিযোগে শাস্তির সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।
পাইক্রফটের দেওয়া শাস্তি পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।গত বুধবার করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে পরাজিত হয় পাকিস্তান।
আগামী ২৩ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এরপর ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ বাংলাদেশ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :