আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ব্যাটার আইডেন মার্করাম। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের তৃতীয় ম্যাচে আজ পাকিস্তানের করাচি ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
এ ম্যাচে মাত্র ৩৩ বলে হাফ-সেঞ্চুরি করেন মার্করাম। ভেঙ্গে যায় দক্ষিণ আফ্রিকার দুই সাবেক ব্যাটার গ্রাহাম স্মিথ ও রায়ান ম্যাকলারেনের রেকর্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার হয়ে ৪০ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন সাবেক অধিনায়ক স্মিথ ও ম্যাকলারেন।২০০৯ আসরে সেঞ্চুরিয়নে শ্রীলংকার বিপক্ষে স্মিথ এবং ২০১৩ সালে কার্ডিফে ভারতের বিপক্ষে ৪০ বলে অর্ধশতক করেছিলেন ম্যাকলারেন।
স্মিথ ও ম্যাকলারেনের রেকর্ড এবার দখলে নিলেন মার্করাম।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :