রাহুল দ্রাবিড়ের বয়স ৫২ বছর। কিছু দিন আগে পর্যন্ত ছিলেন ভারতীয় দলের কোচ। সেই দ্রাবিড় ছেলে অন্বয়ের সঙ্গে ক্রিকেট খেললেন। শ্রী নাসুর মেমোরিয়াল শিল্ডে তৃতীয় ডিভিশনের একটি ম্যাচে তাদের খেলতে দেখা গেল।
মালুরের বিজয় ক্রিকেট ক্লাবের হয়ে খেললেন দ্রাবিড় এবং তার ছেলে। ইয়ং লায়ান্স ক্লাবের বিরুদ্ধে ৫০ ওভারে ৩৪৫ রান তোলে দ্রাবিড়দের দল। অন্বয় ৬০ বলে ৫৮ রান করেন। দ্রাবিড় ৮ বলে ১০ রান করেন। তাঁদের দলের হয়ে স্বপ্ননীল ইলাভে ১০৭ রান করেন।
দ্রাবিড়ের দুই ছেলে সমিত এবং অন্বয় ক্রিকেট খেলে। বিজয় মার্চেন্ট ট্রফিতে অনভয় ২০২৩-২৪ সালে কর্নাটকের হয়ে সবচেয়ে বেশি রান করার নজির গড়েছিল। পাঁচ ম্যাচে ৩৫৭ রান করেছিল উইকেটরক্ষক-ব্যাটার অন্বয়।
গত বছর কর্ণাটকের অনূর্ধ্ব-১৪ দলকে নেতৃত্ব দিয়েছিল অন্বয়। সম্প্রতি অনূর্ধ্ব-১৬ আন্তঃআঞ্চলিক ম্যাচে বেঙ্গালুরু জ়োনের হয়ে দ্বিশতরান করেছে। অন্বয়ের দাদা সমিত অলরাউন্ডার। দু’মাস আগে তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছেন। দ্রাবিড় বিভিন্ন সময় ছেলেদের খেলা দেখতেও গিয়েছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :