AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাকেটের ইতিহাস


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:৩০ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডাকেটের ইতিহাস

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ব্যাটার হিসাবে ১৫০ রান হাঁকিয়ে নজির গড়লেন ইংল্যান্ডের ক্রিকেটার বেন ডাকেট। এর আগে এই প্রতিযোগিতায় কোনও ব্যাটসম্যান ১৫০ রানের গণ্ডি পার করতে পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এতদিন পর্যন্ত সর্বোচ্চ স্কোর ছিল অস্ট্রেলিয়ার নাথান আস্টলের। তিনি ২০০৪ সালে যুক্ত রাষ্ট্রের বিপক্ষে ১৪৫ রান করে অপরাজিত ছিলেন।  

শনিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে সেই রেকর্ডই ভেঙে দিলেন ইংরেজ তারকা ব্যাটসম্যান। এটি তার ক্যারিয়ারের আইসিসি ইভেন্টের প্রথম শতক ছিল।

খেলায় শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ডকেট। ওপেন করতে নেমে ১৪৩ বলে ১৬৫ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। মারেন ১৭টি চার এবং ৩টি ছয়। শেষমেশ  মার্নাস ল্যাবুশানের বলে এলবিডব্লিউ হয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তাঁর এই মারকাটারি ব্যাটিংয়ের সুবাদে রানের পাহাড় তৈরি করে ইংল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এই প্রথম কোনও ব্যাটসম্যান ১৫০ রানের বেশি স্কোর করলেন। যবে থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে তার পর থেকে, অর্থাৎ ৯৬১৮ দিন পর অবশেষে কেউ ১৫০-র বেশি রান করলেন। এর আগে আইসিসি ইভেন্টে ১৫০ রান হাঁকিয়ে নজির গড়েছিলেন গ্লেন টার্নার। তিনি ১৯৭৫ সালের বিশ্বকাপে এই নজির গড়েছিলেন। সেটি ছিল প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচ। 

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বেশি রান করার নজির গড়লেন বেন ডাকেট। সবচেয়ে বেশি রানের তালিকায় রয়েছে ভারতের দুই ক্রিকেটারের নামও। 

চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রানের তালিকা:

বেন ডাকেট - ১৬৪ বনাম অস্ট্রেলিয়া (২০২৫)

নাথান অ্যাস্টলে- ১৪৫* বনাম ইউএসএ (২০০৪)

অ্যান্ডি ফ্লাওয়ার - ১৪৫ বনাম ভারত (২০০২) 

সৌরভ গাঙ্গুলি - ১৪১* বনাম দক্ষিণ আফ্রিকা (২০০০)

শচিন টেন্ডুলকার - ১৪১ বনাম অস্ট্রেলিয়া (১৯৯৮) 

গ্রেম স্মিথ - ১৪১ বনাম ইংল্যান্ড (২০০৯)

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!