AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:০৭ পিএম, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
পাকিস্তান ম্যাচের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা

ভারত-পাকিস্তান ম্যাচের আগে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার। বিশ্বকাপজয়ী টি২০ দলের সদস্য অনুশীলনেই নামতে পারলেন না রবিবারের ভারত-পাকিস্তান মেগা ম্যাচের আগে। শনিবার অনুশীলনে উপস্থিত থাকলেন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক শুভমন গিল এদিন সাংবাদিক সম্মেলনে এসে অনুপস্থিতির কথা জানিয়ে গেলেন। 

ভারতীয় ক্রিকেট দলের ওডিআই ফরম্যাটে অবশ্য ঋষভ পন্ত নন, অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীরদের প্রথম পছন্দ লোকেশ রাহুল। যিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচেই অপরাজিত ৪১ রানের ইনিংস খেলে বাংলাদেশের বিরুদ্ধে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। তবে পন্ত যেহেতু ব্যাকআপ কিপার, তাই তাঁর অসুস্থতায় কিছুটা হলেও চাপে ভারত।

জানা গেছে দুবাইতে ভাইরাস ফিভারে আক্রান্ত হয়েছে ঋষভ পন্ত। সেই কারণেই শনিবার ভারতীয় দলের অনুশীলনে নামতে পারলেন না তিনি। রবিবারের ম্যাচে তাকে প্রথম একাদশে রাখা না হলেও টিম লিস্টের ১৫ সদস্যের দলে রাখা হবে কিনা সেই নিয়ে ম্যাচের দিন সকালেই সিদ্ধান্ত নিতে চলেছে টিম ম্যানেজমেন্ট।  

ইংল্যান্ড সিরিজের পরই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছিলেন তাদের প্রথম পছন্দের উইকেটকিপার ওডিআই ফর্ম্যাটে লোকেশ রাহুল। ঋষভ পন্ত নিশ্চয় সুযোগ পাবেন সময় এলে, তবে রাহুলকেই প্রথম একাদশে খেলানো হবে। সেই মতো চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্য়াচ থেকেই দেখতে পাওয়া গেছে, লোকেশ রাহুলকেই সুযোগ দেওয়া হয়েছে এবং তিনি তা ভালোভাবে কাজেও লাগিয়েছেন।  

প্রসঙ্গত ইংল্যান্ড সিরিজেও ঋষভ পন্তকে ওডিআই ফরম্যাটে সুযোগ দেননি রোহিত শর্মা, গৌতম গম্ভীররা। শেষবার জাতীয় দলের জার্সিতে ওডিআই ফরম্যাটে ঋষভ পন্ত খেলেছেন গত বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেখানে অবশ্য পন্ত ব্যর্থ হয়েছিলেন। লোকেশ রাহুল এরপর সেই জায়গায় এসে ধারাবাহিকভাবে রান করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রবিবার ভারত বনাম পাকিস্তানের ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটারদের ওপর অনেক কিছু নির্ভর করবে। কারণ সাম্প্রতিক সময় ভারত যখনই পাকিস্তানের বিরুদ্ধে হেরেছে তখনই দেখা গেছে টিম ইন্ডিয়ার ব্যাটাররাই ব্যর্থ হয়েছেন। অর্থাৎ রোহিত, বিরাট, শুভমন, রাহুলরা যদি বোর্ডে রান তুলে দিতে পারেন, তাহলে বোলাররা সেই রান ডিফেন্ড করতে পারবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!