AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোহলির শতরান আটকাটে ‘ইচ্ছা করে’ ওয়াইড বল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১৪ এএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
কোহলির শতরান আটকাটে ‘ইচ্ছা করে’ ওয়াইড বল

২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ম্যাচে বিরাট কোহলির সেঞ্চুরি আটকাতে বাংলাদেশের বোলার নাসুম আহমেদ ইচ্ছা করে ওয়াইড বল করার চেষ্টা করেছিলেন। যদিও আম্পায়ার বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ম মেনেই ওয়াইড বল দেননি সেক্ষেত্রে এবং কোহলি ব্যক্তিগত শতরান পূর্ণ করেন।

রবিবার দুবাইয়ে ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ফের ফিরে আসে একই রকম স্মৃতি। এবার পাক পেসার শাহিন আফ্রিদি নিজের পরিকল্পনায় সফল হন। তবে তার পরেও কোহলির শতরান আটকাতে পারেনি পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারের শেষে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৭ রান। ব্যক্তিগত শতরানে পৌঁছতে বিরাটের প্রয়োজন ছিল ১৩ রান। দলের জয় নিশ্চিত বুঝেই অক্ষর প্যাটেল কোহলিকে স্ট্রাইকার প্রান্তে রাখতে চাইছিলেন, যাতে বিরাট ব্যক্তিগত শতরান পূর্ণ করতে পারেন। তবে শাহিন আফ্রিদি ৪২তম ওভারে ৩টি ওয়াইড বল করেন, যা নিতান্ত দৃষ্টিকটু মনে হয় ক্রিকেটপ্রেমীদের কাছে।

একসময় জয়ের জন্য ১০ বলে ১০ রান দরকার ছিল ভারতের। শতরানে পৌঁছতে বিরাটের প্রয়োজন ছিল ১০ রান। এমন পরিস্থিতিতে শাহিন আফ্রিদি ইনিংসের ৪১.৪ ওভারে যে ওয়াইড বলটি করেন, তা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলে মত নেটিজেনদের।

যদিও তার পরেও কোহলিকে আটকানো যায়নি। জিততে ৮ ওভারে মাত্র ৪ রান দরকার ছিল ভারতের। সেঞ্চুরির জন্য ৫ রান প্রয়োজন ছিল কোহলির। কোহলি ৪২.১ ওভারে খুশদিলের বলে ১ রান নেন। ৪২.২ ওভারে ১ রান নিয়ে বিরাটকে স্ট্রাইক দেন অক্ষর। জিততে ভারতের প্রয়োজন ছিল মোটে ২ রান। তবে বিরাট ৪২.৩ ওভারে চার মেরে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন এবং সেই সঙ্গে দলের জয়ও নিশ্চিত করে ফেলেন।

বিরাট শেষমেশ সেঞ্চুরি করায় উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। তবে আফ্রিদির এক ওভারে ৩টি ওয়াইড বল করাকে মোটেও ভালো চোখে দেখেছে না নেটিজেনরা। শাহিন ইচ্ছাকৃভাবে কোহলিকে আটকাতে চেয়েছিল বলে দাবি ওঠে সোশ্যাল মিডিয়ায়। শাহিনকে এমন আচরণের জন্য লুজার তকমা দেওয়া হয় দুবাইয়ের গ্যালারি থেকেই। দর্শকদের বিদ্রুপ হজম করতে হয় পাক পেসারকে।

উল্লেখযোগ্য বিষয় হল, শাহিনের একটি ওয়াইড বল দস্তানাবন্দি করতে পারেননি রিজওয়ান। সেই বলে বাড়তি ১ রান আসে। এক্ষেত্রে রিজওয়ান কোহলির সেঞ্চুরি আটকাতে ইচ্ছা করে বল ছেড়েছেন বলেও অভিযোগ উঠছে সোশ্যাল মিডিয়ায়। সেই কারণে রিজওয়ানের আচরণকেও অখেলোয়াড়সুলভ আখ্যা দেওয়া হচ্ছে এক্ষেত্রে। পাক অধিনায়কের কাছ থেকে এমন আচরণ অনভিপ্রেত বলে মন্তব্য করা হচ্ছে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!