AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্রুততম ১৪ হাজারি ক্লাবে কোহলি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২৯ এএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
দ্রুততম ১৪ হাজারি ক্লাবে কোহলি

বিরাট কোহলি আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরা ব্যাটসম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক কাভার ড্রাইভে চার মেরে ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কিং কোহলি।ব্যাটিংয়ে নামার সময় কোহলি মাইলফলক থেকে ১৫ রান দূরে ছিলেন। ত্রয়োদশ ওভারে হারিস রউফের বলে চার মেরে তিনি পৌঁছে যান ১৪ হাজার রানে। সেই সাথে ভেঙে দেন কিংবদন্তি শচিন টেন্ডুলকারের রেকর্ড।  

এর আগে টেন্ডুলকার ১৪ হাজার রান পূর্ণ করেছিলেন ৩৫০ ইনিংসে। তবে কোহলি এই কীর্তি গড়লেন মাত্র ২৮৭ ইনিংসে। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা এই তালিকায় আছেন তিন নম্বরে, তার লেগেছিল ৩৭৮ ইনিংস। ওয়ানডে ইতিহাসে এই তিনজন ব্যাটসম্যানই এখন পর্যন্ত ১৪ হাজারের বেশি রান করেছেন।

এর আগেও একাধিক দ্রুততম রানের রেকর্ড নিজের করে নিয়েছেন কোহলি। ৮ থেকে ১৩ হাজার রান পর্যন্ত প্রতিটি পর্যায়ে তিনিই সবচেয়ে কম ইনিংসে মাইলফলক ছুঁয়েছেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে মাত্র ২৬৭ ইনিংসে ১৩ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন তিনি। পরবর্তী এক হাজার রান করতে সময় নিয়েছেন মাত্র ২০ ইনিংস।

২০০৮ সালের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলায় ওয়ানডে অভিষেক হয়েছিল কোহলির। সেখান থেকে ১৪ হাজার রানে পৌঁছতে তার সময় লেগেছে ১৬ বছর ১৮৯ দিন। তুলনায়, টেন্ডুলকারের সময় লেগেছিল ১৬ বছর ৫০ দিন, আর সাঙ্গাকারার লেগেছিল ১৪ বছর ২৪৬ দিন।

ওয়ানডেতে কোহলির অর্জন আরও বিস্ময়কর। এই সংস্করণে এখন পর্যন্ত তার নামের পাশে ৫০টি সেঞ্চুরি ও ৭৩টি ফিফটি রয়েছে। তার সর্বশেষ সেঞ্চুরি এসেছিল ২০২৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!