AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউজিল্যান্ডের বিপক্ষে ‌যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
০১:৫৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে ‌যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ভারতের কাছে ৬ উইকেটের হার দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে শান্তরা। ভারত নিজেদের পরের ম্যাচেও পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নেয়। এমন অবস্থায় আজ ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ।    

সোমবার পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে নাজমুল হোসেন শান্তরা মুখোমুখি হবেন নিউজিল্যান্ডের। মিচেল স্যান্টনারের দল বর্তমানে আছে দুর্দান্ত ছন্দে। এমন বড় ম্যাচের আগে অবশ্য শঙ্কা আছে মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে। 

যদি মাহমুদউল্লাহ দলে ফেরেন সেক্ষেত্রে বাদ পড়তে পারেন মুশফিকুর রহিম। যেহেতু সবশেষ ম্যাচে করেছিলেন গোল্ডেন ডাক।  এছাড়া পিন্ডি স্টেডিয়ামের চরিত্র অনুযায়ী তানজিম সাকিবের পরিবর্তে এদিন দলে ফিরতে পারেন নাহিদ রানা। এছাড়া বাকি সবক্ষেত্রেই খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবং মুস্তাফিজুর রহমান।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!