AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যে দেশে খেলেছেন, সেখানেই কোহলির শতরান করেছেন!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৫২ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
যে দেশে খেলেছেন, সেখানেই কোহলির শতরান করেছেন!

বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান করার মধ্য দিয়ে এক অনন্য কীর্তি গড়লেন। তিনি যে প্রতিটি দেশে খেলেছেন, সেখানেই তিনি একদিনের আন্তর্জাতিক শতরান করেছেন। এ দিনের ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে ২৪১ রান তোলে, যেখানে সউদ শাকিল (৬২) ও মহম্মদ রিজওয়ানের (৪৬) মধ্যের ১০৪ রানের জুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খুশদিল শাহও ইনিংসের শেষদিকে ৩৮ রান করেন। 

বিরাট কোহলি এরপর ভারতের রান তাড়া করার দায়িত্ব কাঁধে নেন এবং একাধিক মাইলফলক অর্জন করেন। তিনি সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ১৪,০০০ রান পূর্ণ করেন এবং রিকি পন্টিংকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ তিনে উঠে এসেছেন। এ দিনের ম্যাচে কোহলি শেষ পর্যন্ত ৪৩তম ওভারে ভারতের জয় নিশ্চিত করেন, খুশদিল শাহের বলে চার মেরে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। ওই চার মারতেই তিনি ৯৬ থেকে ১০০-তে পৌঁছান, যখন ভারতের জয়ের জন্য মাত্র ২ রান প্রয়োজন ছিল।

কোন কোন দেশে শতরান করেছেন বিরাট কোহলি?
এটি ছিল কোহলির সংযুক্ত আরব আমিরাতে প্রথম শতরান, যা তিনি মাত্র দ্বিতীয় ইনিংসেই করেছেন। এর ফলে তিনি এখন যে ১০টি দেশে খেলেছেন, সে গুলোর প্রত্যেকটিতে শতরান করেছেন:

অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, সংযুক্ত আরব আমিরাত

১০টি ভিন্ন দেশে শতরানের কীর্তি গড়া চতুর্থ ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি-
এই কীর্তি গড়ার মাধ্যমে বিরাট কোহলি এমন চতুর্থ ব্যাটার হলেন, যিনি ১০টি বা তার বেশি দেশে শতরান করেছেন। এই তালিকায় আরও ক্রিকেটারের নাম রয়েছে:

সনৎ জয়সূর্য – ১২টি দেশে শতরান করেছেন (১৫টি দেশে খেলেছেন)

শচিন টেন্ডুলকার – ১২টি দেশে শতরান করেছেন (১৬টি দেশে খেলেছেন)

ক্রিস গেইল – ১০টি দেশে শতরান করেছেন (১৫টি দেশে খেলেছেন)

বিরাট কোহলি – ১০টি দেশে শতরান করেছেন (১০টি দেশে খেলেছেন)

এই কৃতিত্ব অর্জন করা একমাত্র ক্রিকেটার হলেন বিরাট কোহলি, যিনি যে সমস্ত দেশে খেলেছেন, সেগুলোর প্রতিটিতেই শতরান করেছেন।

শতরান সবচেয়ে বেশি দেশে – সম্পূর্ণ তালিকা
সনৎ জয়সূর্য এশিয়া/শ্রীলঙ্কা- ১৫টি দেশে ১২টি শতরান

শচিন টেন্ডুলকার ভারত ১৬টি দেশে ১২টি শতরান

ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ১৫টি দেশে ১০টি শতরান

বিরাট কোহলি ভারত ১০টি দেশে ১০টি শতরান

হাশিম আমলা দক্ষিণ আফ্রিকা ১১টি দেশে ৯টি শতরান

এবি ডি ভিলিয়ার্স আফ্রিকা/দক্ষিণ আফ্রিকা ১৩টি দেশে ৯টি শতরান

শাই হোপ ওয়েস্ট ইন্ডিজ ১৩টি দেশে ৯টি শতরান

সাঈদ আনোয়ার পাকিস্তান ১৪টি দেশে ৯টি শতরান

তিলকরত্নে দিলশান শ্রীলঙ্কা ১৪টি দেশে ৯টি শতরান

কুমার সাঙ্গাকারা এশিয়া শ্রীলঙ্কা ১৪টি দেশে ৯টি শতরান

সৌরভ গাঙ্গুলি এশিয়া/ভারত ১৬টি দেশে ৯টি শতরান

প্রতিটি খেলোয়াড়দের খেলা প্রতিটি দেশে শতরান করা ক্রিকেটারদের তালিকা

বিরাট কোহলি ভারত ১০টি দেশে ১০ শতরান

ক্লাইভ র‍্যাডলি ইংল্যান্ড ১টি দেশে ১ শতরান

মাইকেল লাম্ব ইংল্যান্ড ১টি দেশে ১ শতরান

জোশ লরেন্সন জার্সি ১টি দেশে ১ শতরান

আসা ট্রাইব জার্সি ১টি দেশে ১ শতরান

মাইকেল ইংলিশ স্কটল্যান্ড ১টি দেশে ১ শতরান

ব্রায়ান বেনেট জিম্বাবোয়ে ১টি দেশে ১ শতরান

আমির জানগু ওয়েস্ট ইন্ডিজ ১টি দেশে ১ শতরান

বেন কারান জিম্বাবুয়ে য়ে ১টি দেশে ১ শতরান 

ম্যাথু ব্রিটজকে দক্ষিণ আফ্রিকা ১টি দেশে ১ শতরান

রেশমা গান্ধী ভারত (মহিলা) ১টি দেশে ১ শতরান

চেতন পাগদিয়ালা যুক্তরাষ্ট্র (মহিলা) ১টি দেশে ১ শতরান

জর্জিয়া ভল অস্ট্রেলিয়া (মহিলা) ১টি দেশে ১ শতরান

প্রতীকা রাওয়াল ভারত (মহিলা) ১টি দেশে ১ শতরান

গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড মালান (ইংল্যান্ড) এবং মেগ ল্যানিং (অস্ট্রেলিয়া) ৭টি দেশের মধ্যে ৬টিতে শতরান করেছেন।

শিখর ধাওয়ান (ভারত) ১০টি দেশের মধ্যে ৮টিতে শতরান করেছেন।

কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ১১টি দেশের মধ্যে ৮টিতে শতরান করেছেন।

কোহলির এই অনন্য অর্জন তাকে সর্বকালের সেরাদের কাতারে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করল।

একুশে সংবাদ/ এস কে

Link copied!