চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলো বাংলাদেশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটের হারে বিদায় নিশ্চিত হয় টাইগারদের। সেইসঙ্গে পাকিস্তানের বিদায়ও নিশ্চিত হয়ে গেলো।
দুই ম্যাচের দুটিতে জিতে ‘এ’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। আজ বাংলাদেশ জিতলে পাকিস্তানের সেমিতে যাওয়ার সম্ভাবনা টিকে থাকতো। কিন্তু টাইগারদের হারে পাকিস্তানেরও চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন এখানেই শেষ হয়ে গেছে। দুই ম্যাচের দুটিতেই জিতে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো নিউজিল্যান্ড।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। ৮ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান করেছিল টাইগাররা। তবে উদ্বোধনী জুটিটাকে বেশিদূর টেনে নিয়ে যেতে পারেনি টাইগাররা। নবম ওভারে প্রথমবার বোলিংয়ে এসেই তানজিদ হাসান তামিমকে ফিরিয়েছেন মিচেল ব্রেসওয়েল।
পাওয়ারপ্লের পর দ্বাদশ ওভারে বড় শট খেলতে গিয়ে মেহেদী হাসান মিরাজ ক্যাচ দেন ৩০ মিটার সার্কেলের মধ্যে। তবে মিরাজের বিদায়ের পর তৃতীয় উইকেটে ধীরগতিতে খেলে জুটি গড়ার চেষ্টা করেন শান্ত এবং তাওহীদ হৃদয়। তবে হৃদয় হতাশ করেছেন বেশ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :