বিরাট কোহলি সেঞ্চুরি করলেন, টিম ইন্ডিয়া ম্যাচ জিতল, সারা ভারত উচ্ছ্বাসে ভেসে যাবে না, এমনটা আবার হয় নাকি! তাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় মঞ্চে পাকিস্তানের মতো চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এমন ঘটনা ঘটলে সারা দেশে খুশির ঝড় বয়ে যাওয়াই স্বাভাবিক। রবিবার রাতে তাই ভারতের অলিতে-গলিতে আনন্দ চোখে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ভিডিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় পাকিস্তানের এক জায়গায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখা দর্শকরা কোহলির সেঞ্চুরিতে পৌঁছনো মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়েন।
উল্লেখযোগ্য বিষয় হল, রবিবার দুবাইয়ে যে শটে বিরাট ব্যক্তিগত শতরান পূর্ণ করেন, ঠিক সেই শটেই পাকিস্তানে ম্যাচ হার নিশ্চিত হয়ে যায়। টুর্নামেন্ট থেকে পাকিস্তানের ছিটকে যাওয়াও প্রায় নিশ্চিত হয়ে যায়। তা সত্ত্বেও পাক ক্রিকেটপ্রেমীদের এই উচ্ছ্বাসই বলে দিচ্ছে যে, বিরাট কোহলিকে নিয়ে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা কতটা তুঙ্গে।
পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচের সময় গ্যালারিতে বিরাট কোহলির জার্সি পরা দর্শকের উপস্থিতি চোখে পড়েছে একাধিকবার। পাকিস্তানের গ্যালারিতে ভারতের জার্সি পরা দর্শকের হাতে বিরাট কোহলির জন্য লেখা পোস্টারও দেখা গিয়েছে। তবে রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাক মহারণের সময় এমন এক ছবি চোখে পড়ে, যা নজিরবিহীন বলা যায়।
সোশ্যাল মিডিয়ায় আইসিসি একটি ছোট্ট ভিডিও পোস্ট করে, যেখানে এক ক্রিকেটপ্রেমীর হাতে পাকিস্তানের জার্সি দেখা যায়। অবাক করা বিষয় হল, সেই জার্সির পিছনে লেখা বিরাট কোহলি। ভিডিওটির ক্যাপশনে আইসিসি লেখে, ‘বিরাট কোহলি অনুপ্রাণিত পাকিস্তানের জার্সি।’
আইসিসির সেই পোস্টে কয়েক ঘণ্টাতেই প্রায় তিন লক্ষ লাইক পড়ে, যার মধ্যে পাকিস্তানের ক্রিকেটপ্রেমী রয়েছেন বিস্তর। শত্রু শিবিরের কোনও সেনানিকে নিয়ে এমন উন্মাদন ক্রিকেটবিশ্বে কদাচিৎই দেখা যায়। বাস্তবিকই কোহলি এখন শুধু ভারতের নয়, বরং গ্লোবাল আইকনে পরিণত হয়েছেন।
উল্লেখ্য, শুধু এই একটি ক্ষেত্রেই নয়, বরং বিরাট লেখা ১৮ নম্বরের পাকিস্তানের জার্সি দুবাইয়ে চোখে পড়ে আরও কয়েকজন ক্রিকেটপ্রেমীর গায়ে। স্বাভাবিকভাবেই সেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বিশেষ সময় লাগেনি। সব দেখেশুনে এটা মনে হওয়াই স্বাভাবিক যে, বাবর আজমে আর মন নেই পাক ক্রিকেটপ্রেমীদের। বিরাটকেই আসল কিং বলে মেনে নিয়েছে পাকিস্তান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :