ভারতীয় দলের বিরুদ্ধে পাকিস্তান দলের হারের কারণ ঠিক কি কি? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর ১ সপ্তাহের মধ্যেই আয়োজক দেশ পাকিস্তান ঠিক কেন ছিটকে গেছে প্রতিযোগিতা থেকে? পারফরমেন্সের জন্য কি হেরেছে পাকিস্তান? নাকি অন্য কোনও কারণ? এই যেমন পাকিস্তানের এক সংবাদমাধ্যমে সম্প্রতি বিরাট কোহলিদের সঙ্গে বাবর আজমদের ম্যাচের পরই হারের কারণ পর্যালোচনায় বসেছিলেন কয়েকজন। সেখানেই এমন এক অদ্ভূত দাবি করেছেন বিশেষজ্ঞ হিসেবে থাকা এক ব্যক্তি, যা শুনে সকলে অবাক হয়ে গেছেন।
‘রাজা বাবু’ নামের এক এক্স ইউজারের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে এক সংবাদমাধ্যমের স্টুডিওতে বসে রয়েছেন কয়েকজন বিশ্লেষক এবং ক্রিকেট বিশেষজ্ঞ। সেখানেই তারা ভারতীয় দলের পারফরমেন্স নিয়ে আলোচনা করতে করতেই পাকিস্তানের হারের কারণ খুঁজে পেয়েছেন। তবে সেই কারণ খুঁজে পেলে অবশ্য আপনার হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যেতে পারে।
পাকিস্তানের সেই সংবাদমাধ্যমে এক বিশেষজ্ঞ হঠাৎই দাবি করে বসেন, মহম্মদ রিজওয়ানের দলকে নাকি শুধু মাঠের ভিতরের পারফরমেন্সে নয়, মাঠের বাইরের পারফরমেন্সে হারিয়েছে ভারত। মানেটা বুঝতে একটা অসুবিধা হবে, সহজ ভাষায় এবার বলা যাক। সেই বিশেষজ্ঞ দাবি করেছেন, পাকিস্তানকে হারাতে নামি ভারত থেকে ২২ জন পুরোহিতকে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঠানো হয়েছিল, আর তাদের কালা জাদুর সৌজন্যেই নাকি বিরাট কোহলিরা জয়ী হয়েছেন। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।
সেই অনুষ্ঠানে উপস্থিত থাকা আরেক অতিথি আরও একধাপ এগিয়ে দাবি করেছেন, ভারত নাকি পাকিস্তানে খেলতে এলে ২২জন পুরোহিতকে আনতে পারত না। সেই কারণে নাকি পাকিস্তানে ভারতীয় দল খেলতে আসতে রাজি হয়নি। তাদের হারের এমন আজব কারণ জানতে পারার পর একদল ভারতীয় সমর্থক যেমন হাসাহাসি করছেন, আবার পাকিস্তানের সমর্থকরাও আক্ষেপ করছেন এসব মানুষ দেশে আছেন বলেই তাদের দেশের এই হাল হয়ে দাঁড়িয়েছে।
নেটিজেনদের মধ্যে অনেকে আবার সেই ভিডিওর নিচে কমেন্ট করে জিজ্ঞাসা করেছেন ভারতীয় দল যেমন দুবাইতে পুরোহিত নিয়ে গিয়ে কালা জাদু করিয়ে পাকিস্তানকে হারিয়েছে। তাহলে নিউজিল্যান্ড দল কাদের নিয়ে গিয়ে পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে এরকম ল্যাজেগোবরে অবস্থা করে হারিয়েছে? নাকি তারাও এক্ষেত্রে ভারতেরই সহায়তা নিয়েছে?
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :