ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানো কোচ যোগ দিলেন দিল্লি ক্যাপিটালসে। আসন্ন আইপিএলে ম্যাথু মট দিল্লির সহকারী কোচ হিসাবে কাজ করবেন। তার কোচিংয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
গত বছর অক্টোবরে হেমাঙ্গ বাদানিকে প্রধান কোচ হিসাবে নিয়োগ করে দিল্লি ক্যাপিটালস। দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট হয়েছেন বেনুগোপাল রাও। বোলিং কোচ হিসাবে যোগ দিয়েছেন মুনাফ পটেল। এ বার সহকারী কোচ হিসাবে মটকে নিয়োগ করলেন দিল্লি কর্তৃপক্ষ। গত জুনে ইংল্যান্ডের সাদা বলের কোচের পদ থেকে ইস্তফা দেন মট। তার পর সহকারী কোচ হিসাবে তিনি যোগ দেন বিগ ব্যাশ লিগের দল সিডনি সিক্সারে। মঙ্গলবার সমাজমাধ্যমে মটকে নিয়োগের কথা জানিয়েছেন দিল্লি কর্তৃপক্ষ।
ক্রিকেট কোচ হিসাবে যথেষ্ট অভিজ্ঞ মট। সাত বছর অস্ট্রেলিয়ার মহিলা দলের কোচ ছিলেন তিনি। তাঁর কোচিংয়ে অস্ট্রেলিয়া দু’বার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এক বার মহিলাদের এক দিনের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। চার বার মহিলাদের অ্যাশেজ় চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। আইপিএলে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
২০০৮ এবং ২০০৯ সালে তিনি ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ। সে সময় কেকেআরের কোচ ছিলেন জন বুকানন এবং অধিনায়ক ছিলেন সৌরভ। প্রথম চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মটের কোচিংয়েই চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। এ ছাড়াও ২০১৫ সালে এক দিনের বিশ্বকাপে আয়ারল্যান্ড এবং ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যুক্ত ছিলেন।
২০২২ সালের মে মাসে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের কোচ হিসাবে যোগ দেন তিনি। সে বছরই ইংল্যান্ড ২০ ওভারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :