AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পরিত্যক্ত হয়ে গেল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:০৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পরিত্যক্ত হয়ে গেল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ

পরিত্যক্ত হয়ে গেল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ম্যাচটি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বৃষ্টির দাপটে সেটি বাতিল ঘোষণা করা হয়। 

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই ১ পয়েন্ট করে ভাগ করে নিয়েছে। ফলে দুই ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া উভয়েই ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। নেট রানরেটে এগিয়ে থাকায় দক্ষিণ আফ্রিকা শীর্ষস্থানে এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে রয়েছে।

গ্রুপের অন্য দুই দল ইংল্যান্ড ও আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে যথাক্রমে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছে। ফলে তাদের পয়েন্ট এখনো শূন্য। আগামীকাল ইংল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচটি গ্রুপ পর্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দল এই ম্যাচে হারবে, তারা সরাসরি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। জয়ী দলকে অবশ্যই তাদের পরবর্তী ম্যাচেও জিততে হবে, যাতে সেমিফাইনালের সম্ভাবনা টিকে থাকে।

যদি নিজেদের শেষ ম্যাচে এই দুই দল জিতে, তাহলে কোনো সমীকরণ ছাড়াই সেমিফাইনাল নিশ্চিত করবে।শেষ দুটি ম্যাচ যদি বৃষ্টির কারণে আবারও পরিত্যক্ত হয়, তাহলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাই সরাসরি সেমিফাইনালে উঠে যাবে। কারণ তারা ইতোমধ্যেই ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে।

ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচে যে দল জয় পাবে, তাদের নিজেদের শেষ ম্যাচেও জিততে হবে এবং আশা করতে হবে যে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার কেউ তাদের শেষ ম্যাচ হারবে। তবেই তারা সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। অস্ট্রেলিয়া গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ২৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের মুখোমুখি হবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ ম্যাচ খেলবে ১ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে।

বর্তমান অবস্থায় সেমিফাইনালের দৌড়ে বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তবে ইংল্যান্ড ও আফগানিস্তান এখনো লড়াইয়ে টিকে আছে, যদিও তাদের জন্য কাজটা কঠিন।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!