চলমান আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির গ্রুপ পর্ব থেকে পাকিস্তান আউট হয়ে যাওয়ায় হতাশ ও ক্ষৃুদ্ধ দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান। জেলে থেকেই পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান। জেলে থেকেই গ্রুপ পর্বে পাকিস্তানের দুই ম্যাচ দেখেছেন তিনি। ইমরানের বোন আলিমা খান এ তথ্য জানিয়েছেন।
ইমরানের সাথে দেখা করে জেল গেটের বাইরে সাংবাদিকদের আলিমা বলেন, ‘ইমরান বলেছেন, ফেভারিটদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হলে ক্রিকেট শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যাবে।’
গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে পাকিস্তান। এরপর চিরপ্রতিদ্বন্দি ভারতের কাছে ৬ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মোহাম্মদ রিজওয়ানের দল।
আলিমা বলেন, ‘ভারতের বিপক্ষে (পাকিস্তানকে) হারতে দেখে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা হতাশ হয়েছে ও কষ্ট পেয়েছেন। এছাড়া ও তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দেশের বর্তমান ক্রিকেট প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়োগের ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে এবারের আসর থেকে বিদায় নিয়েছে বাংলাদেশও। তাই দু’দলের জন্যই শেষ ম্যাচটি আনুষ্ঠানিকতার। তবে সান্ত্বনার জয় দিয়ে আসর শেষ করার লক্ষ্য থাকবে পাকিস্তান-বাংলাদেশ দুই দলেরই।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :