AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সান্ত্বনা জয়ের খোঁজে পাকিস্তান-বাংলাদেশ মুখোমুখি


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:২২ এএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
সান্ত্বনা জয়ের খোঁজে পাকিস্তান-বাংলাদেশ মুখোমুখি

আজ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ ও পাকিস্তান। তাই এ ম্যাচটি দু’দলের জন্যই নিয়মরক্ষার। 

ভারত এবং নিউজিল্যান্ডের কাছে যথাক্রমে ৬ এবং ৫ উইকেটে হেরে যাওয়ায় টুর্নামেন্টে থেকে বিদায় ঘণ্টা বাজে টাইগারদের।গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে হারের লজ্জা পায় স্বাগতিক পাকিস্তানও। নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে এবং ভারতের কাছে ৬ উইকেটে পরাজিত হয় গত আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান।

আগেভাগে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয়ের জন্য নিজেদের সেরাটা দিতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘সব সময়ই আমরা ম্যাচ জিততে চাই এবং এজন্য আমাদের শতভাগ দেওয়ার চেষ্টা করি।’

সাফল্য পেতে দলের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে চান শান্ত। তিনি বলেন, ‘এটি আরেকটি ম্যাচ এবং (আমরা) দেশের জন্য খেলছি, এটি আমাদের জন্য সবসময় গর্বের বিষয়।’

বাংলাদেশের শেষ ম্যাচে ক্রিকেটাররা নিজেদের সেরাটা উজার করে দেবে বলেই বিশ্বাস করেন শান্ত। তিনি বলেন, ‘আমি আশা করি ছেলেরা ভক্ত-সমর্থক এবং দলের জন্য বিশেষ কিছু করবে। একটি ভালো ম্যাচ হবে আশা করছি।’

শান্তর সাথে সুর মিলিয়ে একই কথা বলেছেন পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদও। তিনি জানান, নিয়ম রক্ষার ম্যাচে  বাংলাদেশের বিপক্ষে জয় ক্ষুধার্ত পাকিস্তানি  খেলোয়াড়দের আত্মবিশ্বাস যোগাতে সহায়ক হবে।

তিন দশকের মধ্যে প্রথমবারের মত ঘরের মাঠে আইসিসি ইভেন্ট আয়োজন করতে নেমে সাফল্য পায়নি স্বাগতিক পাকিস্তান।

আকিব বলেন, ‘কোন অজুহাত নেই। জীবনে এমন কোনও অজুহাত থাকা উচিত নয়। তবে আমি আপনাকে নিশ্চিত করতে পারি, খেলোয়াড়রা ভক্তদের চেয়ে বেশি কষ্ট পেয়েছে এবং শেষ ম্যাচে ভালো ফল করতে চায়।’

তিনি আরও বলেন, ‘ দলের এমন অবস্থায় খেলোয়াড়রা মোটেই খুশি নয়, হেরে যাবার পর কেউ খুশি থাকে না। তবে সবাই জয়ের জন্য কঠোর চেষ্টা করে এবং আমরা সম্প্রতি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকায় সিরিজ জিতেছি।  প্রতিটি ম্যাচই গর্বের।   তাই কাল জয় দিয়ে শেষ করতে চাই।’

এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ মাত্র ৫টিতে জিতেছে এবং ৩৪টিতে হেরেছে।

সম্প্রতি ওয়ানডেতে দেখা হয়নি বাংলাদেশ-পাকিস্তানের। সর্বশেষ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ৭ উইকেটে জিতেছিলো টাইগাররা। এছাড়া গত পাঁচ বছরে মাত্র চার ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল।

শেষ পাঁচ ম্যাচের ২টিতে বাংলাদেশ এবং পাকিস্তান ৩টিতে জয় পেয়েছে।


একুশে সংবাদ/ এস কে 

Link copied!