চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর থেকে ইংল্যান্ড ছিটকে গিয়েছে। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠতে গ্রুপ ‘বি’-র লড়াই জমে উঠল। দক্ষিণ আফ্রিকা মোটামুটি সুবিধাজনক অবস্থায় থাকলেও অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের ম্যাচটা কার্যত কোয়ার্টার ফাইনাল হয়ে উঠেছে।
এই ম্যাচে যে দল জিতবে, সেই দলেরই প্রোটিয়াদের সঙ্গে সেমিতে ওঠার সম্ভাবনা সব থেকে বেশি। তবে প্রোটিয়াদের সেমির টিকিট এখনও পুরোপুরি নিশ্চিত হয়নি। কাগজে কলমে এখনও ছিটকে যাওয়ার আশঙ্কা আছে প্রোটিয়াদের। সেই পরিস্থিতিতে কোন ম্যাচের ফলাফল কী হলে গ্রুপ ‘বি’ থেকে কোন দল সেমিফাইনালে উঠবে এবং ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ কে হবে, তা দেখে নিন।
গ্রুপ ‘বি’-র পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় হার পরিত্যক্ত পয়েন্ট নেট রানরেট
দক্ষিণ আফ্রিকা ২ ১ ০ ১ ৩ +২.১৪০
অস্ট্রেলিয়া ২ ১ ০ ১ ৩ +০.৪৭৫
আফগানিস্তান ২ ১ ১ ০ ২ -০.৯৯০
ইংল্যান্ড ২ ০ ২ ০ ০ -০.৩০৫
গ্রুপ ‘বি’-র বাকি থাকা ম্যাচ
১) আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া: ২৮ ফেব্রুয়ারি।
২) দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড: ১ মার্চ।
যদি শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতে যায়, তাহলে প্রোটিয়াদের ঝুলিতে পাঁচ পয়েন্ট থাকবে। গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠে যাবে। আর আফগানরা জিতে গেলে গ্রুপের দ্বিতীয় স্থানে শেষ করবেন। আর সেমিতে পৌঁছে যাবেন ইব্রাহিম জারদানরা। ছিটকে যাবে অস্ট্রেলিয়া।
যদি প্রোটিয়া এবং অজিরা জিতে যান, তাহলে গ্রুপ ‘বি’ থকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে যাবেন। কারণ সেক্ষেত্রে দু`দলেরই ঝুলিতে থাকবে পাঁচ পয়েন্ট। কোন দল পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে শেষ করবে, তা নির্ভর করবে নেট রানরেটের উপরে। আপাতত নেট রানরেটের নিরিখে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা।
আগামী শুক্রবার লাহোরে বৃষ্টির সম্ভাবনা আছে। সেই ম্যাচটা যদি ভেস্তে যায়, তাহলে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া এক পয়েন্ট করে পাবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার ঝুলিতে থাকবে চার পয়েন্ট। আর আফগানিস্তানের ঝুলিতে তিন পয়েন্ট থাকবে। অর্থাৎ অজিরা সেমিফাইনালে উঠে যাবে। আফগানদের কী হবে, তা নির্ভর করছে দক্ষিণ আফ্রিকা ম্যাচের উপরে।
দক্ষিণ আফ্রিকা যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে পাঁচ পয়েন্ট হয়ে যাবে। তখন আফগানদের কোনও সুযোগই থাকবে না। কিন্তু দক্ষিণ আফ্রিকা হেরে গেলে প্রোটিয়া এবং আফগানদের পয়েন্ট থাকবে তিন। নেট রানরেটের উপরে নির্ভর করবে যে অজিদের সঙ্গে কোন দল সেমিতে উঠবে।
তবে নেট রানরেটের নিরিখে প্রোটিয়াদের টপকে যাওয়া কঠিন আফগানদের পক্ষে। প্রোটিয়ারা ন্যূনতম ২০৭ রানে হারলে (৩০১ রান তাড়া করে) তবে আফগানরা নেট রানরেটের নিরিখে তাঁদের ছাপিয়ে সেমিতে উঠতে পারবেন। অর্থাৎ অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ম্যাচ ভেস্তে গেলে কার্যত ছিটকেই যাবেন রশিদ খানরা।
এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়ম অনুযায়ী, যে দল গ্রুপের চ্যাম্পিয়ন হবে, তারা অপর গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে সেমিফাইনালে খেলবে। অর্থাৎ গ্রুপ ‘এ’-র শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলবে গ্রুপ ‘বি’-র দ্বিতীয় স্থানাধিকারী দল। আর গ্রুপ ‘বি’-র শীর্ষে যে দল থাকবে, তারা খেলবে গ্রুপ ‘এ’-র দ্বিতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে। এবার ভারত গ্রুপ ‘এ’-র শীর্ষে থাকবে নাকি দুইয়ে, তা নির্ভর করবে ২ মার্চের উপরে। সেদিন নিউজিল্যান্ডকে হারালে গ্রুপের শীর্ষে থাকবে। নাহলে দুইয়ে নেমে যাবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :