AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ব্যাটে-বলে ব্রান্টের দাপট


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৫৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
ব্যাটে-বলে ব্রান্টের দাপট

ডব্লিউপিএলে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে দুরন্ত ছন্দে ছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের ন্যাট-সিভার ব্রান্ট। ব্যাটে-বলে তার দাপট লিগ তালিকার শীর্ষে নিয়ে গেল মুম্বাইকে।বল হাতে তিন উইকেটের পাশাপাশি তিন নম্বরে ব্যাট করতে নেমে ৪৪ বলে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেন ইংরেজ অলরাউন্ডার। মুম্বাই জেতে আট উইকেটে। 

প্রথমে ব্যাট করে ইউপি ওয়ারিয়র্স তোলে ৯ উইকেটে ১৪২ রান। তিন ওভার বাকি থাকতে দুই উইকেট হারিয়ে এই রান তুলে দেয় মুম্বাই। 

হেইলি ম্যাথেউজ ও ব্রান্টের ১৩৩ রানের জুটিই মুম্বাইকে জিততে সাহায্য করে। ব্রান্টের সঙ্গেই ৫০ বলে ৫৯ রান করেন ম্যাথেউজ। মারেন সাতটি চার ও দু’টি ছক্কা। ব্রান্ট যদিও ছক্কা মারেননি। ১৩টি চারের সৌজন্যে এই ইনিংস গড়েন তিনি।  

মুম্বাইয়ের হয়ে বল হাতে দুরন্ত ছন্দে ছিলেন সংস্কৃতি গুপ্ত ও শবনিম ইসমাইলও। দু’জনেই দু’টি করে উইকেট পেয়েছেন। সব চেয়ে গুরুত্বপূর্ণ উইকেট নেন অ্যামেলিয়া কের। গ্রেস হ্যারিসকে আউট করেছেন তিনি।

ইউপির হয়ে ওপেন করতে নেমে ২৬ বলে ৪৫ রান করে ফেলেছিলেন হ্যারিস। ছ’টি চার ও দু’টি ছক্কার সৌজন্যে এই ইনিংস গড়েন গ্রেস। ৩৩ রান করেন দীনেশ বৃন্দা। ১৩ বলে ১৯ রান শ্বেতা সেহরাওয়াতের।

ইউপি-কে হারিয়ে দিল্লি ক্যাপিটালসকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেল মুম্বাই। ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে ব্রান্ট বলেছেন, ‘‘অলরাউন্ডার হিসেবে এটাই দায়িত্ব ছিল। ব্যাট ও বলে সমান ভাবে সাফল্য পেয়ে ভাল লাগছে।’’ যোগ করেন, ‘‘লিগ তালিকার শীর্ষে উঠেছি। এই ছন্দ বজায় রাখতে চাই। দলের হয়ে অবদান রেখে যেতে চাই।’’


একুশে সংবাদ/ এস কে 
 

 

Link copied!