AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দিন বৃষ্টি, টস হতে দেরি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০২:৪০ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দিন বৃষ্টি, টস হতে দেরি

আজ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ ও পাকিস্তান। তাই এ ম্যাচটি দু’দলের জন্যই নিয়মরক্ষার। অবশ্য নিয়মরক্ষার ম্যাচটিতে দেখা দিয়েছে বেরসিক বৃষ্টি। গত দিন দুয়েক ধরেই রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হচ্ছে।  

এর আগে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। একই মাঠে খেলবে বাংলাদেশ ও স্বাগতিক পাকিস্তান। এরই মধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেলেও শেষটা অন্তত জয়ে রাঙাতে চাইবে দুই দলই। রাওয়ালপিন্ডির আবহাওয়া পরিস্থিতি সমর্থকদের হতাশ করতে পারে। যদিও কিছুটা স্বস্তির খবর হচ্ছে, গতকাল থেকে আজ পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। গতকাল যেখানে ৭৫ শতাংশের বেশি বৃষ্টির সম্ভাবনা ছিল আজ সেখানে অর্ধেকে নেমে এসেছে আবহাওয়া পূর্ভাবাস।

তবে এখনো সেভাবে রোদের দেখা মেলেনি বলেই জানা যাচ্ছে। এখন অনেকটা আধো আলো, আধো অন্ধকার পরিস্থিতি। আশার বিষয় হচ্ছে, ম্যাচ পুরোপুরি ভেস্তে না গেলেও কার্টেল ওভারের হওয়ার সম্ভাবনা রয়েছে।

এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ মাত্র ৫টিতে জিতেছে এবং ৩৪টিতে হেরেছে। সাম্প্রতিক সময়ে ওয়ানডে খেলা হয়নি দুই দলের। গত পাঁচ বছরে মাত্র চার ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। শেষ পাঁচ ম্যাচের ২টিতে বাংলাদেশ এবং পাকিস্তান ৩টিতে জয় পেয়েছে।

একুশে সংবাদ/ এস কে 

Link copied!