AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অনুশীলনে ব্যাট করলেন না রোহিত


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:২৪ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
অনুশীলনে ব্যাট করলেন না রোহিত

পাকিস্তানকে হারানোর দু’দিন পরে ভারত অনুশীলনে নামলেও চিন্তা রয়ে গেল রোহিত শর্মাকে নিয়ে। ভারত অধিনায়ক হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন পাকিস্তান ম্যাচে। সে দিন বলেছিলেন চোট গুরুতর নয়। তবে বুধবার রাতের অনুশীলনে রোহিতকে দেখে মনে হল, তিনি এখনও ফিট নন। ব্যাট করলেন না তিনি। নিউজিল্যান্ড ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। 

আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ নিয়মরক্ষার। কারণ ভারত শেষ চারে উঠলে যে প্রথম সেমিফাইনালে খেলবে তা আগে থেকেই ঠিক করা। ফলে আগামী মঙ্গলবার ভারতকে সেমিফাইনালে নামতে হবে। তিন দিনে দু’টি ম্যাচ খেলতে হবে। রোহিতের উপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে, তাই তাকে নিউজিল্যান্ড ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে।  

বুধবার রাতে অনুশীলনের শুরুতে ফুটবল খেলা হলে তাতে অংশ নেননি রোহিত। কোনও কঠিন শারীরিক অনুশীলন করেননি। নেটে সতীর্থদের সঙ্গে থাকলেও বাইরে থেকেও গোটাটা দেখেন। এক ঘণ্টা পর তিনি স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ সোহম দেসাইয়ের অধীনে হালকা জগিং শুরু করেন। তবে পুরোপুরি ছন্দে দেখাচ্ছিল না। তিনি থ্রোডাউনও নেননি। ব্যাট হাতে হালকা শ্যাডো প্র্যাকটিস করেছেন। পাশাপাশি কোচ গৌতম গম্ভীর এবং বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে অনেক ক্ষণ আলোচনা করেছেন।

ভারত সেমিফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে তা এখনও ঠিক হয়নি। তবে রোহিতকে রবিবার বিশ্রাম দেওয়া হলে তাঁর জায়গায় খেলতে পারেন ঋষভ পন্থ বা ওয়াশিংটন সুন্দর। দু’জনেই বাঁ হাতি ব্যাটার। দু’জনকেই বুধবার কড়া অনুশীলন করতে দেখা গিয়েছে। পেস এবং স্পিন, দু’ধরনের বোলিংয়ের বিরুদ্ধেই প্রস্তুতি নিয়েছেন তাঁরা।

পাশাপাশি, রোহিত বিশ্রাম নিলে শুভমন গিলের সঙ্গে কে ওপেন করতে নামেন সেটাও দেখার। কেএল রাহুলকে উপরে তুলে আনা যেতেই পারে। সে ক্ষেত্রে মিডল অর্ডারের ভারসাম্য নষ্ট হবে। দেখার যে, গম্ভীর কী সিদ্ধান্ত নেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!