‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ’ শীর্ষক গানে গানে মনোজ্ঞ সাংস্কৃতিক অন্ষ্ঠুানের মধ্য দিয়ে ভোলা শহীদ জিয়া মাধ্যমিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান শেষ হলো।
আজ দুপুর ১২টায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন লিটন-এর সভাপতিত্বে বিদ্যালয়ে পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক ইয়ারুল আলম লিটন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান। এ সময় জেলা শিক্ষক সমিতির সভাপতি ও অধ্যাপিকা খালেদা খানম, সাংবাদিক মুবাশ্বির উল্যাহ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মুনতাসির আলম রবিন চৌধুরী, সমাজ সেবক মো. নুরুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্কুলের প্রধান শিক্ষক নাসির উদ্দিন লিটন বাসস`কে জানান, সপ্তাহব্যাপী বার্ষিক এ প্রতিযোগিতায় মোট ১৩টি ইভেন্টে দেড় শতাধিক প্রতিযোগি অংশ নেয়। প্রতিটি ইভেন্টে তিনজন করে ৩৯ জন বিজয়ী হন। বিজয়ীদের মাঝে পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে আজ প্রতিযোগিতার সমাপ্তি হয়।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :