AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এশিয়া কাপ সরে যাচ্ছে ভারত থেকে!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১২:০৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
এশিয়া কাপ সরে যাচ্ছে ভারত থেকে!

২০২৫ সালের এশিয়া কাপ ভারত থেকে সরিয়ে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। আয়োজক থাকছে ভারতই, তবে ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কার নাম আলোচনায় রয়েছে। 

এর আগেও ২০২৩ সালের এশিয়া কাপে ভারত তাদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলঙ্কায়। এবারও একই পথে হাঁটতে যাচ্ছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এশিয়া কাপ যেন ভারত-পাকিস্তানের অলিখিত দ্বিপাক্ষিক সিরিজের রূপ নিয়েছে। এবারও সূচি এমনভাবে সাজানো হচ্ছে যাতে ভারত-পাকিস্তান একাধিকবার মুখোমুখি হতে পারে।

প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নিচ্ছে আটটি দল। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে থাকছে ওমান, আরব আমিরাত ও হংকং। গ্রুপিং চূড়ান্ত না হলেও ভারত ও পাকিস্তান যে একই গ্রুপে থাকবে, তা প্রায় নিশ্চিত। প্রতি গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার ফোরে, যেখানে ভারত-পাকিস্তানের আরেকটি ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। সুপার ফোরে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারের এশিয়া কাপও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। গত আসরে ওয়ানডে ফরম্যাটে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এশিয়া কাপের পরবর্তী আসর ২০২৭ সালে অনুষ্ঠিত হবে এবং আয়োজক হিসেবে থাকছে বাংলাদেশ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!