পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের পর্দা উঠবে আগামী ১১ এপ্রিল। এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সময়ে চলবে ভারতের আইপিএল, যা দুই দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি উত্তেজনা যোগ করবে।
পিএসএলের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে, যেখানে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। আসরজুড়ে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার ভেন্যু চারটি শহর- রাওয়ালপিন্ডিতে হবে ১১টি ম্যাচ, লাহোরে হবে ১৩টি ম্যাচ (ফাইনালসহ), করাচিতে হবে ৫টি ম্যাচ ও মুলতানে হবে ৫টি ম্যাচ।
প্লে-অফ পর্বের ম্যাচসমূহ হবে যথাক্রমে রাওয়ালপিন্ডিতে ১৩ মে, লাহোরে ১৪ ও ১৬ মে এবং ফাইনাল ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৮ মে। এই গাদ্দাফি স্টেডিয়াম সংস্কারের জন্য ১৮০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে, যা সাম্প্রতিক চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুত করা হয়েছিল।
পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের জানিয়েছেন, এটি পাকিস্তানের ক্রিকেট প্রতিভা প্রদর্শনের একটি অন্যতম বৃহৎ প্ল্যাটফর্ম। ঐতিহাসিক দশম আসরের অংশ হিসেবে পেশোয়ারে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে, যা উচ্চ স্তরের ক্রিকেট ফেরানোর উদ্যোগের অংশ।
প্রতি বছরের মতো এবারও এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে পিএসএল, যা একই সময়ে চলবে আইপিএলের সঙ্গে। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে সূচিতে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে।
বর্তমানে ৬টি দল নিয়ে পিএসএল অনুষ্ঠিত হলেও ২০২৬ সাল থেকে দুটি নতুন দল সংযুক্ত করার বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো সম্মতি দিয়েছে। এবারের আসরে অংশ নেয়া দলগুলো হলো- লাহোর কালান্দার্স, করাচি কিংস, পেশোয়ার জালমি, মুলতান সুলতানস, ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
এদিকে এবারের আসরে বাংলাদেশ থেকে দল পেয়েছেন তিন টাইগার ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। উদ্বোধনী ম্যাচে ১১ এপ্রিল রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের। ১২ এপ্রিল বাংলাদেশের দুই ক্রিকেটার লিটন দাস ও নাহিদ রানার দল নিজেদের প্রথম ম্যাচ খেলবে। নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। একই দিনে করাচি কিংসের হয়ে মাঠে নামবেন লিটন দাস, তাদের প্রতিপক্ষ মুলতান সুলতানস। লিগ পর্বে ছয়টি ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের মুখোমুখি হতে দেখা যাবে।
একনজরে দেখে নিন পিএসএলের পূর্ণাঙ্গ সূচি
১১ এপ্রিল: ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্স, রাওয়ালপিন্ডি
১২ এপ্রিল: পেশোয়ার জালমি বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস, রাওয়ালপিন্ডি; করাচি কিংস বনাম মুলতান সুলতানস, করাচি
১৩ এপ্রিল: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম লাহোর কালান্দার্স, রাওয়ালপিন্ডি
১৪ এপ্রিল: ইসলামাবাদ ইউনাইটেড বনাম পেশোয়ার জালমি, রাওয়ালপিন্ডি
১৫ এপ্রিল: করাচি কিংস বনাম লাহোর কালান্দার্স, করাচি
১৬ এপ্রিল: ইসলামাবাদ ইউনাইটেড বনাম মুলতান সুলতানস, রাওয়ালপিন্ডি
১৮ এপ্রিল: করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস, করাচি
১৯ এপ্রিল: পেশোয়ার জালমি বনাম মুলতান সুলতানস, রাওয়ালপিন্ডি
২০ এপ্রিল: করাচি কিংস বনাম ইসলামাবাদ ইউনাইটেড, করাচি
২১ এপ্রিল: করাচি কিংস বনাম পেশোয়ার জালমি, করাচি
২২ এপ্রিল: মুলতান সুলতান বনাম লাহোর কালান্দার্স, মুলতান
২৩ এপ্রিল: মুলতান সুলতান বনাম ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান
২৪ এপ্রিল: লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি, লাহোর
২৫ এপ্রিল: কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম করাচি কিংস, লাহোর
২৬ এপ্রিল: লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানস, লাহোর
২৭ এপ্রিল: কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম পেশোয়ার জালমি, লাহোর
২৮ এপ্রিল: কোয়েটা গ্ল্যাডিয়েটর্স বনাম মুলতান সুলতানস, লাহোর
৩০ এপ্রিল: লাহোর কালান্দার্স বনাম ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর
১ মে: মুলতান সুলতান বনাম করাচি কিংস, মুলতান; লাহোর কালান্দার্স বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, লাহোর
২ মে: পেশোয়ার জালমি বনাম ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর
৩ মে: কোয়েটা গ্ল্যাডিয়েটরস বনাম ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর
৪ মে: লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস, লাহোর
৫ মে: মুলতান সুলতান বনাম পেশোয়ার জালমি, মুলতান
৬ মে: ইসলামাবাদ ইউনাইটেড বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস, রাওয়ালপিন্ডি
৮ মে: পেশোয়ার জালমি বনাম করাচি কিংস, রাওয়ালপিন্ডি
৯ মে: পেশোয়ার জালমি বনাম লাহোর কালান্দার্স, রাওয়ালপিন্ডি
১০ মে: মুলতান সুলতান বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরস, মুলতান; ইসলামাবাদ ইউনাইটেড বনাম করাচি কিংস, রাওয়ালপিন্ডি
১৩ মে: কোয়ালিফায়ার ১, রাওয়ালপিন্ডি
১৪ মে: এলিমিনেটর, লাহোর
১৬ মে: কোয়ালিফায়ার২, লাহোর
১৮ মে: ফাইনাল, লাহোর
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :