AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোজাদার দর্শকদের বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করছে এমিরেটস ক্রিকেট বোর্ড


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৩৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
রোজাদার দর্শকদের বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করছে এমিরেটস ক্রিকেট বোর্ড

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ ও পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালও নিশ্চিত করেছে ভারত। তবে গ্রুপ পর্বে শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ মার্চ।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দিবারাত্রির ম্যাচ হওয়ায় খেলা দেখতে আশা দর্শকদের ইফতার করতে হবে মাঠেই। তবে রোজাদার দর্শকদের সুখবর দিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শকদের জন্য গ্যালারিতে বিনামূল্যে ইফতারের ব্যবস্থা করছে ইসিবি। রমজান মাসে ইফতার নিয়ে ধর্মপ্রাণ মুসলিমদের যেন চিন্তা করতে না হয়, সেজন্য এমন উদ্যোগ নিয়েছে ইসিবি।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ ঘোষণা দিয়েছে সংস্থাটি।

পোস্টে ইসিবি লিখেছে, রমজান মাসের প্রকৃত মূল্যবোধকে ধারণ করে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে যে, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫- এর বাকি ম্যাচগুলোর জন্য রোজাদার দর্শকদের মাঝে বিনামূল্যে বিশেষ ইফতার বক্স বিতরণ করা হবে।

রমজান মাস চলাকালীন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি ম্যাচ নিশ্চিতভাবে অনুষ্ঠিত হবে। এছাড়া ভারত ফাইনালে উঠলে মোট তিনটি ম্যাচ হবে দুবাইয়ে।  

ভারত খেলবে প্রথম সেমিফাইনালে। তবে তাদের প্রতিপক্ষ দল এখনো চূড়ান্ত হয়নি। ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ মার্চ। আর ভারত ফাইনালে গেলে সেই ম্যাচটিও হবে দুবাইয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ।

একুশে সংবাদ/ এস কে

Link copied!