AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ মার্চ, ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদত্যাগ করলেন বাটলার


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১০:৪৯ এএম, ১ মার্চ, ২০২৫
পদত্যাগ করলেন বাটলার

ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক জস বাটলার এক ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব থেকেই ইংল্যান্ডের বিদায় নিশ্চিত হওয়ায় বাটলারের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। গত বছরের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই চ্যাম্পিয়ন্স ট্রফি ইংল্যান্ডের জন্য আরও একটি ব্যর্থতার অধ্যায় হিসেবে চলে আসে। ক্রিকইনফো 

বাটলার শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে নিজের পদত্যাগের ঘোষণা দেন এবং বলেন, এটা আমার এবং দলের জন্য সঠিক সিদ্ধান্ত। আমি আশা করি, যে ব্যক্তি নতুন অধিনায়ক হিসেবে আসবে, সে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে মিলে ইংল্যান্ড দলকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবে। 

বাটলার অধিনায়ক হিসেবে ইংল্যান্ডকে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ী করেন, তবে তার অধীনে দল পরবর্তীতে অনেক ব্যর্থতা পায়। তার মতে, এখন নিজের মতো করে ক্রিকেট উপভোগ করার সময় এসেছে। অতিরিক্ত আবেগের কারণে দুঃখ ও হতাশা আমার উপর অনেকটাই প্রভাবিত করেছে, কিন্তু আমি জানি যে এই সময়টা চলে যাবে এবং আমি আবার ক্রিকেট উপভোগ করতে পারব।

প্রসঙ্গত, আগামীকাল শনিবার (১ মার্চ) গ্রুপ ‘বি’ এর শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। যদিও এ ম্যাচটি তাদের জন্য কোনো গুরুত্ববহন করে না। তবে দক্ষিণ আফ্রিকার জন্য বেশ গুরুত্বপূর্ণ।  কেননা এ ম্যাচটিতে প্রোটিয়ারা পরাজয়বরণ করলে আসর থেকে ছিটকে যেতে পারে।

এখন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সহ-অধিনায়ক হ্যারি ব্রুক। বাটলার তার পদত্যাগের মাধ্যমে ইংল্যান্ড দলকে একটি নতুন দিশা দেয়ার পরিকল্পনা করেছেন।

একুশে সংবাদ/ এস কে

Link copied!