চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা পাকা করে একটি নজির গড়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল। একটি ক্ষেত্রে বাকি সব দেশের থেকে এগিয়ে রয়েছে ভারত। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিযোগিতাগুলিতে সবচেয়ে বেশি ১৯ বার সেমিফাইনালে উঠেছে ভারত।
আইসিসির সাদা বলের প্রতিযোগিতায় সব চেয়ে বেশি বার সেমিফাইনালে ওঠার কৃতিত্ব ভারতের। মোট ১৯ বার সেমিফাইনালে উঠেছে ভারত। দু’বার করে চ্যাম্পিয়ন হয়েছে এক দিনের বিশ্বকাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক বার চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। এ ছাড়া এক বার শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ১৮ বার আইসিসির প্রতিযোগিতায় সেমিফাইনালে উঠেছে। সব চেয়ে বেশি ন’বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ১৭ বার শেষ চারে পৌঁছলেও কিউয়িদের ট্রফির সংখ্যা ১।
তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। ১৬ বার আইসিসির প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। খেতাব জিতেছে তিন বার। পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড। ১৫ বার শেষ চারে উঠেছে তারা। ইংল্যান্ডের ঝুলিতে রয়েছে তিনটি খেতাব। ষষ্ঠ স্থানে দক্ষিণ আফ্রিকা। ১৩ বার সেমিফাইনালে পৌঁছে একটি খেতাব জিতেছে তারা। সপ্তম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। ১১ বার সেমিফাইনালে উঠে ক্যারিবিয়ানেরা পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে। অষ্টম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তারাও ১১ বার সেমিফাইনালে উঠেছে। শ্রীলঙ্কার খেতাবের সংখ্যা দু’টি। এক বার ভারতের সঙ্গে যুগ্ম ভাবে জিতেছে চ্যাম্পিয়ন্স ট্রফি।
তালিকার শেষ তিনটি স্থানে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ এবং কেনিয়া। এই তিনটি দেশই এক বার করে আইসিসির সাদা বলের প্রতিযোগিতার শেষ চারে পৌঁছেছে। কোনও দলই খেতাব জিততে পারেনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :