চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ইংল্যান্ড ও ভারতের প্রাক্তন ক্রিকেটারদের কথার লড়াই ক্রমেই বেড়ে চলেছে। দুবাইয়ে ভারতের খেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইংল্যান্ডের দুই প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন ও মাইকেল আথারটন। তাদের অভিযোগ, দুবাইয়ে খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। তাদের পাল্টা দিয়েছেন সুনীল গাভাস্কার। তার কথায়, ভারতের টাকাতেই তো নাসিররা বেতন পান। ভারতের টাকাতেই তাদের সংসার চলে। আর সেই ভারতের বিরুদ্ধেই মন্তব্য করছেন তারা।
রবিবার দুবাইয়ের মাটিতে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। তার আগে এই বিষয়ে গাভাস্কারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এই বিষয়ে কিছু বলতেও ইচ্ছা করছে না। ওরা বুঝছে না ভারত খেলার মান, প্রতিভা এবং সর্বোপরি ক্রিকেট থেকে রোজগারের দিক থেকে সকলের আগে। টেলিভিশন ও অন্য স্বত্ব থেকে ভারত যা আয় করে তা দিয়ে গোটা বিশ্বের ক্রিকেট চলে। ওদের বেতনটাও সেখান থেকেই আসে। ভারতের টাকাতেই ওদের সংসার চলে। আর ওরাই ভারতের গায়ে কালি দেওয়ার চেষ্টা করে।”
এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু’টি ম্যাচ হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। গাভাস্কারের মতে, নিজের দেশের ক্রিকেটের দিকে মন না দিয়ে পরের দেশের পিছনে পড়লে এই রকম হালই হবে।
তিনি বলেন, “ওদের নিজের দেশের ক্রিকেট নিয়ে ভাবা উচিত। ইংল্যান্ড কেন সেমিফাইনালে উঠতে পারল না। কেন এত খারাপ ক্রিকেট খেলছে? নিজের বাড়ির উঠোনের দিকে না তাকিয়ে ওরা ভারতকে নিয়ে পড়ে আছে। এতে ওদের দেশের ক্রিকেটেরই ক্ষতি হচ্ছে।”
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু নিরাপত্তার কারণে সে দেশে গিয়ে খেলতে রাজি হয়নি ভারত। যে কারণে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন করেছে আইসিসি। ভারতের সব ম্যাচ হচ্ছে দুবাইয়ে। ইংল্যান্ডের প্রাক্তন দুই অধিনায়ক নাসের ও মাইকেল আথারটন ধারাভাষ্য দিচ্ছিলেন।
সেই সময় নাসেরের উদ্দেশে আথারটন বলেন, “ভারত শুধু দুবাইয়ে খেলছে। এটা নিয়ে কী বলবে? আমার মনে হয় এই সুবিধা পাওয়াটা আটকানো যাবে না, কিন্তু অস্বীকারও করা যাবে না। ভারত একটা মাঠেই খেলছে। ওদের কোথাও যেতে হচ্ছে না। অন্য দলগুলোকে দুটো আলাদা দেশে যাতায়াত করতে হচ্ছে। ভারত জানে কোন মাঠে খেলবে। তাই ওরা সেটা মাথায় রেখে দল নির্বাচন করতে পেরেছে। ওরা এটাও জানে সেমিফাইনাল কোথায় খেলবে। আমার মনে হয়ে এটা সুবিধাটা অস্বীকার করা যাবে না। কতটা সুবিধা পাচ্ছে সেটা যদিও মাপা কঠিন।”
ভারত যে সুবিধা পাচ্ছে সেটা মনে করেন নাসেরও। তিনি বলেন, “এটা সত্যিই বাড়তি সুবিধা। প্রতিযোগিতার অন্যতম সেরা দল এই সুবিধা পাচ্ছে। সে দিন সমাজমাধ্যমে একটা লেখা দেখলাম, “পাকিস্তান আয়োজক, কিন্তু ভারত ঘরের মাঠে খেলার সুবিধা পাচ্ছে।” আমার মনে হয় এই কথাটা খুব সত্যি। ওরা একটা জায়গায় রয়েছে। একই হোটেলে রয়েছে। কোথাও যেতে হচ্ছে না। একটাই সাজঘর। পিচও চেনা। দল নির্বাচনও করেছে, ওই পিচের কথা ভেবে। ওরা জানত দুবাইয়ে কেমন পিচ হবে। সেই অনুযায়ী দল নির্বাচন করেছে। দলে সব স্পিনার নিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম প্রশ্ন তুলেছিল যে, কেন এত স্পিনার নিয়ে যাওয়া হচ্ছে। এখন সেটা বোঝা যাচ্ছে।” তাদের এই মন্তব্যেরই জবাব দিয়েছেন গাভাস্কার।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :