ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সম্পূর্ণ ফিট এবং তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের গ্রুপ-পর্বের শেষ ম্যাচে (২ মার্চ, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম) খেলবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ভারতের একাদশে কিছু পরিবর্তন করা হতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পিটিআই সংবাদ সংস্থা জানিয়েছে দলের অভিজ্ঞ পেসার মহম্মদ শামিকে বিশ্রাম দেওয়া হতে পারে এবং তার পরিবর্তে দলে ফিরতে পারেন বাঁহাতি পেসার আর্শদীপ সিং।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচের (২৩ ফেব্রুয়ারি) প্রথম স্পেলে কিছুটা অস্বস্তিতে ছিলেন মহম্মদ শামি। যদিও তিনি চিকিৎসা নেওয়ার পর মাঠে ফের ফিরে আসেন, তবে দল সেমিফাইনালের (৪ মার্চ) আগে তার ওপর অতিরিক্ত চাপ দিতে চায় না।
নিউজিল্যান্ড দলে পাঁচজন বাঁহাতি ব্যাটার থাকায় বাঁহাতি পেসার আর্শদীপ সিং অনেক কার্যকর হতে পারেন। আর্শদীপ সঠিক অ্যাঙ্গেল থেকে বল করতে পারেন, ফলে আর্শদীপ সিং যে ভারতের পেস আক্রমণে ভিন্ন মাত্রা আনতে পারেন সেটা বলাই যায়।
শুক্রবারের প্র্যাকটিস সেশনে দেখা গেছে, আর্শদীপ সিং সম্পূর্ণ রানআপ নিয়ে ১৩ ওভার বল করেছেন, অন্যদিকে শামি মাত্র ৬-৭ ওভার করেছেন এবং পূর্ণ গতিতে বল করেননি। ফলে দলের শরীরী ভাষা স্পষ্ট ইঙ্গিত দেয় যে সেমিফাইনালের আগে শামিকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা অনেক বেশি।
ভারতীয় ব্যাটার কেএল রাহুল সাংবাদিক সম্মেলনে একাদশে পরিবর্তন নিয়ে অনিশ্চিত থাকলেও, ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে সন্ধ্যায় ইঙ্গিত দেন যে বোলিং লাইনআপে পরিবর্তন করা হতে পারে।
রায়ান টেন দুশখাতে বলেন, ‘আমরা কঠিন দুটি ট্রেনিং সেশন করেছি। আমাদের মূল লক্ষ্য হল সেমিফাইনালের জন্য সেরা খেলোয়াড়দের সম্পূর্ণ ফিট রাখা। তবে টানা বিশ্রাম দেওয়াও ঠিক হবে না। তাই আমরা কিছুটা ভারসাম্য রেখে বোলিং ভাগ করার চেষ্টা করব। অবশ্যই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়াটা দলের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা গ্রুপ-সেরা হতে চাই।’
যদিও ভারত ও নিউজিল্যান্ড দু`দলই ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে, তবে এই ম্যাচটি দুই দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। এর কারণ হল এই ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে, যা সেমিফাইনালে প্রতিপক্ষ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :