AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০২ মার্চ, ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্যারিস অলিম্পিকের ২২০ জন খেলোয়াড়ের পদক বদলে যাচ্ছে!


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:০১ পিএম, ১ মার্চ, ২০২৫
প্যারিস অলিম্পিকের ২২০ জন খেলোয়াড়ের পদক বদলে যাচ্ছে!

প্যারিস অলিম্পিকের সময়ই একাধিক ক্রীড়াবিদ অভিযোগ করেছিলেন, পদক কালো হয়ে যাচ্ছে। তখনই ২০২৪ সালের অলিম্পিকের আয়োজকেরা জানিয়েছিলেন, নষ্ট হয়ে যাওয়া পদকগুলি বদল করে দেওয়া হবে। অন্তত ২২০ জনের পদক বদল করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্যারিস অলিম্পিক কর্তৃপক্ষ।   

প্যারিস অলিম্পিকের পদকের মান নিয়ে প্রশ্ন উঠেছিল গেমসের সময়ই। বিভিন্ন দেশের পদকজয়ীরা অভিযোগ করেছিলেন, দু’-তিন দিনের মধ্যেই কালো হয়ে যাচ্ছে পদক। সমাজমাধ্যমে কালো হয়ে যাওয়া পদকের ছবি দেন তারা। প্রথম দু’-একটি অভিযোগের ক্ষেত্রে বিশেষ আমল দেননি প্যারিসের আয়োজকেরা। কিন্তু অভিযোগ বৃদ্ধি পাওয়ায় নড়েচড়ে বসতে বাধ্য হন তারা। উদ্বিগ্ন আয়োজকেরা যোগাযোগ করেন পদক নির্মাতা সংস্থার সঙ্গে। কারণ বিষয়টির সঙ্গে ফ্রান্সের সম্মান জড়িত। আইওসি কর্তারাও কথা বলেন প্যারিস অলিম্পিক্সের আয়োজক কমিটির সঙ্গে। তখনই সিদ্ধান্ত হয়, খারাপ হয়ে যাওয়া পদকগুলি বদলে নতুন পদক দেওয়া হবে জয়ী ক্রীড়াবিদদের।

প্যারিস অলিম্পিক কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘ফরাসি মিন্ট অনেকের পদক পরিবর্তন করে দিয়েছে। এখনও পদক পরিবর্তন চলছে। যে খেলোয়াড়েরা পদক পরিবর্তন করে দেওয়া আবেদন জানিয়েছেন তাদের সকলের পদকই বদলে দেওয়া হবে। সকলকে হুবহু এক রকম দেখতে পদক দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ২২০ জন পদক বদলে দেওয়া আবেদন জানিয়েছেন।’’ কালো হয়ে যাওয়া পদকগুলি অলিম্পিক্সের আসল পদক হলেও সেগুলিকে সংরক্ষণ করার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।  

প্রযুক্তিগত ত্রুটির কারণে অলিম্পিকের কিছু পদক নষ্ট হয়েছে বলে স্বীকার করে নিয়েছিল নির্মাতা সংস্থা। নষ্ট হওয়া অধিকাংশ পদকই ব্রোঞ্জের। রয়েছে কিছু সোনার পদকও। রুপোর পদকের ক্ষেত্রে বেশি অভিযোগ নেই। প্যারা অলিম্পিকের কিছু পদক নিয়েও অভিযোগ রয়েছে।

 

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!