লা লিগায় নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। রোববার (২ মার্চ) অলিম্পিক স্টেডিয়ামে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে হান্সি ফ্লিকের শিষ্যরা।ম্যাচের শুরুতেই ১০ জনের দলে পরিণত হয়ে রক্ষণাত্মক খেলতে বাধ্য হয় সোসিয়েদাদ। তবে বার্সেলোনার আক্রমণের সামনে তারা দাঁড়াতেই পারেনি।
ম্যাচের ১৭তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রেয়াল সোসিয়েদাদের আরিৎস এলুসতোন্দো। এরপর ২৫তম মিনিটে দানি ওলমোর পাস থেকে বার্সার ‘বি’ দল থেকে আসা জেরার্ড মার্টিনো গোল করে বার্সাকে লিড এনে দেন। ম্যাচের ২৯তম মিনিটে মার্ক কাসাদো ব্যবধান দ্বিগুণ করেন। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।
বিরতি থেকে ফিরে ৫৬তম মিনিটে কর্নার থেকে রবার্ট লেভানদোভস্কির হেড ফিরিয়ে দেন সোসিয়েদাদের গোলরক্ষক, কিন্তু ফিরতি বল হেডেই জালে পাঠান রোনাল্ড আরাউহো। ৫৯তম মিনিটে আরাউহোর নিচু শটে লেভানদোভস্কির টোকায় আসে বার্সেলোনার চতুর্থ গোল।বার্সেলোনা ম্যাচের ৭৫ শতাংশ সময় বলের দখল রেখে ৩৩টি শট নেয়, যার মধ্যে ১০টি লক্ষ্যে ছিল। বিপরীতে, সোসিয়েদাদ একবারও গোলমুখি শট নিতে পারেনি।
এই জয়ে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ফিরেছে বার্সেলোনা। অ্যাথলেটিকো মাদ্রিদ ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং রিয়াল মাদ্রিদ ৫৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে। অন্যদিকে, এই হারে ২৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে রিয়াল সোসিয়েদাদ।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :