চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের লড়াই শেষ হয়েছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের মাধ্যমে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর ফলে নিশ্চিত হয়ে গেছে সেমিফাইনালের লাইনআপ।
সেমিফাইনালের সূচি
প্রথম সেমিফাইনালে আগামী মঙ্গলবার (৪ মার্চ) দুবাইয়ে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত ও ‘বি’ গ্রুপের রানার্সআপ অস্ট্রেলিয়া।
দ্বিতীয় সেমিফাইনালে আগামী বুধবার (৫ মার্চ) লাহোরে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
এই সেমিফাইনাল লাইনআপ অনেকটা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনছে। তবে সেবার ভারত মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের এবং অস্ট্রেলিয়া খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এবার কিছুটা পরিবর্তন হয়েছে এই লড়াইয়ের।
চার সেমিফাইনালিস্ট দলের মধ্যে ভারত গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে। তারা তিনটি ম্যাচেই জয়ী হয়েছে। নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দুটি করে ম্যাচ জিতেছে, তবে দক্ষিণ আফ্রিকার একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অস্ট্রেলিয়ার দুটি ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়েছে, আর একমাত্র খেলা ম্যাচে তারা ইংল্যান্ডকে পরাজিত করেছে।
এখন দেখার বিষয়, কোন দুই দল ফাইনালে জায়গা করে নিতে পারে। সবার চোখ এখন সেমিফাইনালের লড়াইয়ে!
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :