AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৫৬৩ কোটি টাকায় তৈরি স্টেডিয়ামের ছাদ ফুটো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:৪১ পিএম, ৩ মার্চ, ২০২৫
৫৬৩ কোটি টাকায় তৈরি স্টেডিয়ামের ছাদ ফুটো

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন করে তৈরি করা হয়েছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। তার জন্য ৫৬৩ কোটি টাকা খরচ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই মাঠেই বুধবার সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তার আগে দেখা গেল, স্টেডিয়ামের ছাদ ফুটো হয়ে পানি পড়ছে। এই ঘটনায় লজ্জা বেড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। পাশাপাশি সেমিফাইনালের আগে দুশ্চিন্তা বেড়েছে।  

চ্যাম্পিয়ন্স লিগে বৃষ্টির কারণে তিনটি ম্যাচ ভেস্তে গিয়েছে। তার মধ্যে দু’টি করাচি ও একটি লাহোরে। গত শুক্রবার লাহোরের মাঠে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান মুখোমুখি হয়েছিল। আফগানিস্তানের ইনিংস শেষ হলেও অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করা যায়নি। ফলে খেলা ভেস্তে যায়। দু’দল এক পয়েন্ট করে পায়।

Gaddafi Stadium Leaks After ₹18 Billion Renovation – Fans Outraged

সেই ম্যাচ চলাকালীন গদ্দাফি স্টেডিয়ামের বেশ কিছু জায়গায় ছাদ ফুটো হয়ে পানি পড়েছে বলে অভিযোগ দর্শকদের একাংশের। স্টেডিয়ামের ভিতরেও পানি জমেছে। অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।  

দর্শকদের একাংশের অভিযোগ, এত টাকা খরচ করে তা হলে কী স্টেডিয়াম তৈরি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদি সেমিফাইনালেও একই ঘটনা ঘটে, তা হলে তো দেশের লজ্জা আরও বাড়বে। আইসিসিও বিষয়টি ভাল ভাবে দেখবে না। এতে ভবিষ্যতে আইসিসি প্রতিযোগিতা আয়োজন করার দায়িত্ব আর না-ও পেতে পারে পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে লাহোরের স্টেডিয়াম তৈরি করলেও সেখানকার নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচে বৃষ্টি থামার পরেও খেলা শুরু করা যায়নি। আউটফিল্ড ঢাকার কোনও ব্যবস্থা নেই। সেমিফাইনালে অবশ্য রিজার্ভ দিন রয়েছে। বুধবারও যদি একই ছবি দেখা যায়, তা হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উপর চাপ আরও বাড়বে। 
একুশে সংবাদ/ এস কে

Link copied!