AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নতুন জার্সি প্রকাশ করলো কলকাতা, কী কী বদল জার্সিতে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৪:৪৭ পিএম, ৩ মার্চ, ২০২৫
নতুন জার্সি প্রকাশ করলো কলকাতা, কী কী বদল জার্সিতে

২২ মার্চ থেকে শুরু এ বারের আইপিএল। তার আগে নতুন জার্সি প্রকাশ করল কলকাতা নাইট রাইডার্স। জার্সির বুকে রয়েছে তিনটি তারা। তিন বার আইপিএল জেতায় তিনটি তারা জায়গা পেয়েছে জার্সিতে। মার্চ মাসের তিন তারিখ এই জার্সি প্রকাশ করা হয়েছে। মার্চ মাসও বছরের তৃতীয় মাস। ফলে সবেতেই ‘তিন’ সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে। 

একটি ভিডিও মাধ্যমে এই নতুন জার্সি প্রকাশ করেছে কেকেআর। যে হেতু কলকাতা তিন বার আইপিএল জিতেছে তাই এই সংখ্যাকে গুরুত্ব দিয়েছে তারা। ভিডিও নতুন জার্সি পরে দেখা গিয়েছে রিঙ্কু সিংহ, বেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিংহ, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, মায়াঙ্ক মারকণ্ডে ও লবনীত সিসোদিয়াকে।

শুধু বুকে তারা নয়, এ বার জার্সির হাতায় সোনালি রঙের একটি ব্যাজও রয়েছে। গত বারের চ্যাম্পিয়ন হিসাবে হাতায় থাকবে এই লোগো। এই বার থেকেই এই নতুন বিষয়টি দেখা যাবে। কেকেআরের মূল মন্ত্র ‘করব, লড়ব, জিতব।’ সেটিও তিন শব্দ। তাই সেই মন্ত্রকেও ভিডিওকে তুলে এনেছে কেকেআর। এ বারের প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই সমর্থকেরা নতুন জার্সি কিনতে পারবেন।

২২ মার্চ উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। গত বার মেন্টর গৌতম গম্ভীর ও অধিনায়ক শ্রেয়স আয়ারের জুটি কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিল। এ বার তাঁরা নেই। নতুন মেন্টর হিসাবে এসেছেন ডোয়েন ব্রাভো। এখনও পর্যন্ত নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি দল। কেকেআর কাকে অধিনায়ক করে সে দিকে নজর রয়েছে সমর্থকদের। 

একুশে সংবাদ/ এস কে

Link copied!