পদত্যাগের পর জোস বাটলার স্বীকার করেছেন যে তিনি ‘গভীর দুঃখ’ অনুভব করছেন। সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়ে তিনি তার সিদ্ধান্ত ও ফলাফল নিয়ে নিজের মনের ভাবটা প্রকাশ করেছেন। তবে তার আগে একটি বইয়ের কভারের ছবি দিয়ে ভক্তদের উদ্দেশ্যে একটি রহস্যময়বার্তা দিয়েছিলেন জোস বাটলার।
পাকিস্তানে অনুষ্ঠিত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের পারফরম্যান্স ছিল অত্যন্ত হতাশাজনক। ২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টানা তিনটি ম্যাচ হেরে ইতিহাসে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি আসরে সব গ্রুপ ম্যাচ হারের নজির গড়েছে। এই পরাজয় তাদের ফরম্যাটে সাত ম্যাচের টানা হারের রেকর্ডকেও বাড়িয়ে দিয়েছে। যার মধ্যে ছিল গত মাসে ভারতের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে সিরিজ হারা।
সোমবার ইনস্টাগ্রামে, জোস বাটলার প্রথমে রাডইয়ার্ড কিপলিং-এর কবিতা ‘If’ থেকে একটি সংকেতপূর্ণ পোস্ট শেয়ার করেন, এরপর ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কিছু ছবি ও একটি দীর্ঘ ক্যাপশন দেন।
নিজের পোস্টে জোস বাটলার লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গেই আমি ইংল্যান্ডের হোয়াইট-বল অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। নিজের দেশকে নেতৃত্ব দেওয়া এক বিশাল সম্মানের বিষয় এবং এটি আমি চিরকাল গর্বের সঙ্গে মনে রাখব। ফলাফল স্পষ্ট এবং এটি আমার ও দলের জন্য সঠিক সময় এই সিদ্ধান্ত নেওয়ার। আমি এই সুযোগে আমার সমস্ত সতীর্থ, স্টাফ ও ইংল্যান্ডের সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, যারা আমার অধিনায়কত্বের সময় আমাকে সমর্থন করেছেন। তবে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাতে চাই আমার স্ত্রী লুইস ও আমার পরিবারকে। কাজের উত্থান-পতনের সময় তারা আমার পাশে দৃঢ়ভাবে থেকেছেন এবং আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ। এখন নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাওয়ার সময়।’
২০২২ সালে জোস বাটলারের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলটি ২০২৫ সালে এক ভয়াবহ সময় পার করেছে, যেখানে তারা ১১টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ১০টিতে পরাজিত হয়েছে। ৫টি টি-টোয়েন্টির মধ্যে ৪টি এবং ৬টি ওয়ানডের মধ্যে ৬টিতেই হেরেছে। এই ব্যর্থতা তার অধিনায়ক হিসেবে পরিসংখ্যানকেও খারাপ করেছে।
৩৪ বছর বয়সি জোস বাটলার অধিনায়ক হিসেবে ৪৫টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যেখানে ১৮টি জয় ও ২৬টি পরাজয়ের মুখোমুখি হয়েছেন। ইংল্যান্ডের অন্তত ১৫টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া ১৪ জন অধিনায়কের মধ্যে তার জয়-পরাজয়ের অনুপাত দ্বিতীয় সর্বনিম্ন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :