রাজধানীর পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। সোমবার (০৩ মার্চ) বিসিবির ১৮ তম বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিরপুর শের-ই-বাংলায় দুপুর দেড়টা থেকে শুরু হয় এই বোর্ড সভা। মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির দুই পরিচালক নাজমুল আবেদিন ফাহিম এবং ইফতেখার রহমান মিঠু।
মিঠু বলেন, ঢাকার পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম বদলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড করা হয়েছে।
এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশাতে পরিবর্তন আসবে। সে পথেই হাঁটছে বিসিবি।
উল্লেখ্য, ক্রীড়াঙ্গনে অনেক স্থাপনার নাম ছিল বিগত সরকার প্রধানের পরিবারের নামে। অন্তর্বর্তীকালীন সরকার সেই সক স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এরই আলোকে জাতীয় ক্রীড়া পরিষদ সম্প্রতি ১৫০টি উপজেলা স্টেডিয়ামের নতুন নামকরণ করে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :