বয়স শুধুই একটি সংখ্যা, কথাটার যৌতিকতা ঠিক কতটুকু! ৬৫ বছর বয়সী একজন স্পিনার যখন একাই শিকার করেন ১০ উইকেট, তখন এই কথাটার যুক্তি আছে বৈকি। নিউ সাউথ ওয়েলসের স্থানীয় ক্রিকেট ম্যাচে নিউক্যাসল সিটি ক্রিকেটের হয়ে একাই ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ৬৫ বছর বয়সী অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাডলি ও’ডেলে।
শনিবার (১ মার্চ) নিউ সাউথ ওয়েলসের চতুর্থ স্তরের প্রতিযোগিতায় নিউক্যাসল-ওয়েলসেন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের ম্যাচে এই ঘটনা ঘটেছে। নিউক্যাসল ক্রিকেট ক্লাবের হয়ে ৬৫ বছর বয়সী ব্র্যাডলি ও’ডেলে ১৩.৪ ওভার বল করে ২০ রান দিয়ে নিয়েছেন ১০ উইকেট।
ইনিংসের সবগুলো সবগুলো উইকেট নেয়ার পাশাপাশি আরও একটি কীর্তি গড়েছেন তিনি। এ ম্যাচে ও’ডেলে করেছেন হ্যাটট্রিকও। ১০ উইকেটের মধ্যে ৫টি ছিলো ক্যাচ, ৩টি বোল্ড ও ২টি ছিল এলবিডব্লিউ। তার স্পিন ঘূর্ণিতে মাত্র ৯২ রানেই অলআউট হয়ে যায় নিউক্যাসল।
এমন অর্জনের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে ও’ডেল এবিসি নিউজকে বলেন, ‘এমন কিছু আমি আগে করিনি। নিজের এই অর্জন নিয়ে আমি দারুণ আনন্দিত। সবাই আমাকে জড়িয়ে ধরে উদযাপন করছিল। তারা সবাই আমাতে ঘিরে ধরেছিল। ব্যাপারটা দারুণ ছিল।’
টেস্টে এখন পর্যন্ত মাত্র ৩ জন ক্রিকেটার ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের স্পিনার জিম লেকার। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ভারতের অনিল কুম্বলে। এবং ২০২১ সালে ভারতের বিপক্ষে একাই ১০ উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :