AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দল থেকে বাদ বাবর-রিজওয়ান, পাকিস্তানের স্কোয়াড ঘোষণা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:১৬ পিএম, ৪ মার্চ, ২০২৫
দল থেকে  বাদ বাবর-রিজওয়ান, পাকিস্তানের স্কোয়াড ঘোষণা

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে পাকিস্তান। একটি ম্যাচেও জিততে পারেনি তারা। সেই ধাক্কা এ বার পড়ল দল নির্বাচনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা সীমিত ওভারের সিরিজে  টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান। তবে এক দিনের দলে তারা জায়গা ধরে রেখেছেন।  

নিউজিল্যান্ডে গিয়ে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি এক দিনের ম্যাচ খেলবে পাকিস্তান। সিরিজ় শুরু ১৬ মার্চ থেকে। তবে আইপিএলে খেলার কারণে অনেক প্রথম সারির ক্রিকেটারকেই পাবে না নিউ জ়িল্যান্ড।

রিজওয়ানের বাদ পড়ায় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছেন সলমন আলি আঘা। সহ-অধিনায়ক নিয়োগ করা হয়েছে শাদাব খানকে। তিনি জাতীয় দলে প্রত্যাবর্তন করেই বড় দায়িত্ব পেয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশ করলেও এক দিনের দলে অধিনায়ক হিসাবে জায়গা ধরে রেখেছেন রিজ়ওয়ান। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা সত্ত্বেও বাদ পড়েছেন সাউদ শাকিল, কামরান গুলাম, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফ। যদিও শেষের দু’জনকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে যুক্তি শোনা গিয়েছে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধেও দলে ফেরা হল না সাইম আয়ুবের। এখনও গোড়ালির চোট সারেনি তাঁর। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে চোট পাওয়া ফখর জামানও ছিটকে গিয়েছেন।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড : হাসান নেওয়াজ, ওমাইর ইউসুফ, মোহাম্মদ হারিস, আবদুল সামাদ, সালমান আলি আগা (অধিনায়ক), ইরফান নিয়াজি, খুশদিল শাহ, শাদাব খান, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মদ আলি, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, সুফিয়ান মুকিম, আবরার আহমেদ ও উসমান খান।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা, আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইরফান নিয়াজি, নাসিম শাহ, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির।

একুশে সংবাদ/ এস কে

Link copied!