AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গ্রুপ পর্বে সর্বোচ্চ রান ডাকেটের, উইকেট হেনরির


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৭:২৫ পিএম, ৪ মার্চ, ২০২৫
গ্রুপ পর্বে সর্বোচ্চ রান ডাকেটের, উইকেট হেনরির

আজ থেকে চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে। গ্রুপ পর্বে সর্বোচ্চ রান করেছেন সেমিফাইনালের আগেই বাদ পড়ে যাওয়া ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। ৩ ম্যাচের ৩ ইনিংসে ১টি সেঞ্চুরিতে ২২৭ রান করেছেন তিনি। 

দ্বিতীয় সর্বোচ্চ রানও ইংল্যান্ডের ব্যাটার জো রুটের। ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২২৫ রান করেন রুট।তৃতীয়স্থানে আছেন গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ৩ ইনিংসে ১টি শতকে ২১৬ রান করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রান।চতুর্থ ও পঞ্চমস্থানে আছে দুই সেমিফাইনালিষ্ট নিউজিল্যান্ডের টম লাথাম ও ভারতের শ্রেয়াস আইয়ার। ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১৮৭ রান করেছেন লাথাম। ২টি হাফ-সেঞ্চুরিতে ৩ ইনিংসে ১৫০ রান করেছেন আইয়ার।

বোলিংয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। ৩ ইনিংসে ৮ উইকেট নেন তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট নেন হেনরি।

দ্বিতীয় সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন আফগানিস্তানের আজমতুল্লাহ ওমরজাই। এরপর ৬টি করে উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার বেন ডোয়ার্শিস, নিউজিল্যান্ডের উইল ও’রুর্ক এবং ইংল্যান্ডের জোফরা আর্চার।

গ্রুপ পর্বের  শীর্ষ পাঁচ ব্যাটার :

ব্যাটার    ম্যাচ/ইনিংস    রান    গড়

বেন ডাকেট (ইংল্যান্ড)    ৩/৩    ২২৭    ৭৫.৬৬
জো রুট (ইংল্যান্ড)    ৩/৩    ২২৫    ৭৫.০০
ইব্রাহিম জাদরান (আফগানিস্তান)    ৩/৩    ২১৬    ৭২.০০
টম লাথাম (নিউজিল্যান্ড)    ৩/৩    ১৮৭    ৯৩.৫০
শ্রেয়াস আইয়ার (ভারত)    ৩/৩    ১৫০    ৫০.০০

গ্রুপ পর্বের শীর্ষ পাঁচ বোলার :

বোলার    ম্যাচ/ইনিংস    রান    উইকেট

ম্যাট হেনরি (নিউজিল্যান্ড)    ৩/৩    ১২৪    ৮
আজমতুল্লাহ ওমরজাই (আফগানিস্তান)    ৩/৩    ১৪০    ৭
বেন ডোয়ার্শিস (অস্ট্রেলিয়া)    ২/২    ১১৩    ৬
উইল ও’রুর্ক (নিউজিল্যান্ড)    ৩/৩    ১৪২    ৬
জোফরা আর্চাও (ইংল্যান্ড)    ৩/৩    ২০১    ৬

 

 

একুশে সংবাদ/ এস কে
 

Link copied!