স্টিভ স্মিথ আউট হতেই যে আগ্রাসী সেলিব্রেশন করলেন গৌতম গম্ভীর, তা ভাইরাল হয়ে গেল। ভারতীয় হেড কোচের ওরকম আগ্রাসী প্রতিক্রিয়া দেখে নেটপাড়া বলতে শুরু করেছে যে `কন্ট্রোল গম্ভীর, কন্ট্রোল।` মজা করে অপর এক নেটিজেন বলেন, ‘আরে ভাই, কেউ গম্ভীর সাবকে সামলান।’
একই সুরে একজন আবার মজা করে বলেন, ‘গম্ভীর ভাই, একটু দেখে।’ তাতে একজন আবার বলেন, ‘দিল্লির ছেলেরা জানে না যে কীভাবে দেখেশুনে কথা বলতে হয়।’ আবার এক নেটিজেন বলেন, ‘গম্ভীর যেটা করলেন, সেটা প্রত্যেক ভারতীয়দের প্রতিক্রিয়া ছিল।’
আর সেটা হওয়ারই কথা ছিল। কারণ আর পাঁচটা আইসিসি টুর্নামেন্টের মতো মঙ্গলবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও ভারতের বিরুদ্ধে ভালো ইনিংস খেলেন স্মিথ। পাকিস্তানের তুলনায় তুলনামূলক ঢিমেগতির পিচে যেমন একজন ‘মাস্টার’ ব্যাটার ব্যাটিং করে থাকেন, ঠিক সেই কাজটা করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। আগ্রাসন এবং ধৈর্য্যের মিশ্রণে অজিদের টানতে থাকেন।
৩৬ রানে একবার জীবনদান পেয়ে সেটার পূর্ণ সদ্ব্যবহার করেন স্মিথ। করে ফেলেন ৭৩ রান। কিন্তু মহম্মদ শামির বিরুদ্ধে আগ্রাসী হতে গিয়ে বোল্ড হয়ে যান। ক্রিজ ছেড়ে অনেকটা এগিয়ে আসেন। বলটা মিস করে যান। ক্রিজে দাঁড়িয়ে থাকলে ফুলটস হিসেবে খেলতে পারতেন। সেটা হয়নি। ফলে আউট হয়ে ফিরে যেতে হয় ড্রেসিংরুমে।
সেইসঙ্গে ভেঙে যায় স্মিথ এবং অ্যালেক্স ক্যারির ৫৪ রানের জুটি। যা ভারতের উদ্বেগ বাড়াচ্ছিল। আর স্মিথ আউট হতেই গম্ভীরের দিকে যায় ক্যামেরা। দেখা যায় যে ড্রেসিংরুমে বসে হাততালি দিচ্ছেন ভারতের হেড কোচ। সেইসঙ্গে কাঙ্খিত সাফল্য পাওয়ায় নিজে-নিজেই কিছু বলছেন। আর এমন মুখের অঙ্গভঙ্গি করেন যে সেটা দেখে নেটিজেনরা নিজেদের হাসি থামাতে পারেননি।
তবে স্মিথ আউট হওয়ার পরে গম্ভীরের প্রতিক্রিয়া ওরকম ছিল, তা অনুধাবন করতে বিশেষ বেগ পেতে হবে না। স্মিথ এবং ক্যারি যখন ব্যাট করছিলেন, তখন মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া হয়তো ৩০০ রানের লক্ষ্যমাত্রা খাড়া করবে। ৩৬.৩ ওভারে অজিদের স্কোর ছিল চার উইকেটে ১৯৮ রান। ড্রেসিংরুমে বসেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ফলে প্রবল চাপ বাড়ছিল ভারতের উপরে। সেখানে স্মিথ আউট হওয়ার পরে পুরো ৫০ ওভারও খেলতে পারেনি অস্ট্রেলিয়া। অল-আউট হয়ে গিয়েছে ২৬৪ রানে। যে রানটা কম না হলেও ভারতের নাগালের বাইরে নয়।
শামি অবশ্য স্মিথের ক্যাচটা ধরতে পারলে সেই রানটা আরও কম হতে পারত। নিজের বলেই অস্ট্রেলিয়ার অধিনায়কের ক্যাচ ফস্কে দেন। পরে সেই শামিই আউট করেন স্মিথকে। যিনি আজ ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিং করেন। ১০ ওভারে ৪৮ রান দিয়ে তিন উইকেট নেন। এমনকী ফিল্ডিংটা ভালো করলে আরও উইকেট নিতে পারতেন। নিজের প্রথম বৈধ বলেই নিজেই ফেলে দেন ট্র্যাভিস হেডের ক্যাচ। তারপর একাধিক সুযোগ তৈরি করেছিলেন। তবে তাতে উইকেট আসেনি।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :