AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বরেকর্ডসহ কয়েকটি কীর্তি গড়লেন কোহলি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:২৪ এএম, ৫ মার্চ, ২০২৫
বিশ্বরেকর্ডসহ কয়েকটি কীর্তি গড়লেন কোহলি

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ফর্ম নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন বিরাট কোহলি। তবে মেগা টুর্নামেন্টে নিজের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের জবাব দিলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার পর, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষেও দুর্দান্ত ব্যাটিং করলেন কোহলি। তার ইনিংসে এক বিশ্বরেকর্ডসহ কয়েকটি কীর্তি গড়লেন কোহলি।   

আইসিসির ওয়ানডে ফরম্যাটের বৈশ্বিক প্রতিযোগিতায় এতদিন সর্বোচ্চ ২৩টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস ছিল শচীন টেন্ডুলকারের। ৫৮ ইনিংসে এই কীর্তি গড়েছিলেন তিনি। কিন্তু আজ ৫৩তম ওয়ানডে ইনিংসে শচীনকে ছাড়িয়ে গেছেন কোহলি। এখন তার নামের পাশে রয়েছে ২৪টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। তালিকায় থাকা অন্য ব্যাটারদের মধ্যে রোহিত শর্মার ১৮টি, কুমার সাঙ্গাকারার ১৭টি ও রিকি পন্টিংয়ের বেশ কয়েকটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস রয়েছে।

অস্ট্রেলিয়ার দেয়া ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দেখেশুনে ব্যাটিং করেন কোহলি। যদিও তিনি দুবার জীবন পান, কারণ অস্ট্রেলিয়ান ফিল্ডাররা তার দুটি ক্যাচ ফেলে দেয়। এরপর ৫৩ বলে ফিফটি পূর্ণ করেন তিনি, যা ওয়ানডেতে তার ৭৪তম ফিফটি। যদিও শেষ পর্যন্ত কোহলি ৯৮ বলে ৫ চারের সাহায্যে ৮৪ রান করেন।  

কোহলি চারটি করে ওয়ানডে বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি খেলেছেন। কেবল চ্যাম্পিয়নস ট্রফিতেই তিনি ১৭টি ম্যাচ খেলেছেন এবং বর্তমানে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক। এ পর্যন্ত ১টি সেঞ্চুরি ও ৬টি ফিফটির সাহায্যে তার রান ৭০০ পেরিয়ে গেছে।

এর আগে ভারতের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ ৭০১ রান ছিল শিখর ধাওয়ানের। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলি সেই রেকর্ড ভেঙে দিয়েছেন। শুধু ধাওয়ানই নয়, টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মাহেলা জয়াবর্ধনেকেও ছাড়িয়ে গেছেন কোহলি। লঙ্কান এই ব্যাটারের সংগ্রহ ছিল ৭৪২ রান। এখন কোহলির সামনে রয়েছেন কেবল ক্রিস গেইল (৭৯১)। ভারত ফাইনালে উঠায় এই রেকর্ডও ভাঙার সুযোগ থাকবে তার সামনে।

ওয়ানডেতে প্রতিপক্ষের লক্ষ্য তাড়ায় সর্বোচ্চ ৬৯টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন শচীন টেন্ডুলকার। এতদিন এই রেকর্ড ছোঁয়া কঠিন মনে হলেও, কোহলি আজ তার ৬৮তম পঞ্চাশোর্ধ্ব রান করেছেন। তিনি যে শচীনের রেকর্ড ভাঙার পথে রয়েছেন, তা আজকের ইনিংসেই স্পষ্ট হয়ে গেছে।  

ফিল্ডিংয়েও আজ একটি রেকর্ড গড়েছেন কোহলি। ভারতের হয়ে নন-উইকেটকিপার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১৬০টি ক্যাচ নেয়ার কীর্তি গড়েছেন তিনি।

অসাধারণ এই ইনিংসের মাধ্যমে কোহলি আবারও প্রমাণ করলেন কেন তিনি আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। তার সামনে আরও রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে ভারত ফাইনালে যাওয়ায়।


একুশে সংবাদ/ এস কে

Link copied!