ডিপিএলে বড় পরাজয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। রূপগঞ্জের কাছে ১০ উইকেটে হারের দিন জরিমানাও গুনতে হয়েছে গাজী গ্রুপের অধিনায়ক এনামুল হক বিজয়ের।
ডিপিএলে মঙ্গলবার (৪ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে শরিফুল ইসলামের প্রথম বলেই আউট হয়ে যান বিজয়। বলটি ব্যাটে লাগেনি বরং তা এনামুলের থাইয়ে স্পর্শ করেছিল বলে ইঙ্গিত করেন। তবে আম্পায়ার আউট দেয়ায় ক্ষেপে যান বিজয়।
মাঠ থেকে বের হওয়ার আগে আম্পায়ারের দিকে ব্যাট উঁচিয়ে ধরেন বিজয়। তার এমন অঙ্গভঙ্গির কারণে ম্যাচ শেষে তাকে জরিমানা করেছে ম্যাচ রেফারি এহসানুল হক। ১০ শতাংশ জরিমানার শাস্তি মেনে নেওয়ায় শুনানির আর প্রয়োজন পড়েনি।
এদিকে এবারের ডিপিএলে শাস্তি পাওয়া প্রথম ব্যক্তি বিজয় নন, তার আগে শাস্তি পেয়েছেন প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের, অধিনায়ক ইরফান শুক্কুর ও দলটির ম্যানেজার দেব চৌধুরী।
সোমবার (৩ মার্চ) রূপগঞ্জ টাইগার্স ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এক ঘটনায় প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সঙ্গে অধিনায়ক শুক্কুরের নামের পাশে যোগ হয়েছে ৩ ডিমেরিট পয়েন্ট। এর আগের এক ডিমেরিটসহ মোট ৪ পয়েন্ট হওয়ায় পরের ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে শুক্কুরকে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :