AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৬:৩৬ পিএম, ৫ মার্চ, ২০২৫
মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে রোমাঞ্চকর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এই জয়ের মধ্য দিয়ে প্রথম লেগে জয় নিয়ে এগিয়ে গেলো রিয়াল।

নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাবুতে ম্যাচ হওয়ার কারণে বেশ ফুরফুরে মেজাজে ছিলো লস ব্লাঙ্কোসরা। ম্যাচের মাত্র ৪ মিনিট। দর্শকরা তখনও সিটে ঠিকঠাকভাবে বসেনি। এমন সময় রিয়ালের হয়ে প্রথম স্ট্রাইক করেন ব্রাজিলিয়ান রদ্রিগো।  মাঝমাঠ থেকে ফেদে ভালভের্দের থ্রু পাসে অ্যাটলেটিকোর তিনজন ডিফেন্ডারকে ড্রিবল করে বাম পায়ে সট দিয়ে দারুণ এক গোল করেন ব্রাজিলিয়াণ এই তারকা ফুটবলার।

এরপর ম্যাচের ৩১তম মিনিট। সবকিছু যখন ঠিক চলছিলো রিয়ালের জন্য, ঠিক তখনই ফ্রেঞ্চ তারকা কামাভিঙ্গাকে ডস দিয়ে দারুণ এক সটে অ্যাটলেটিকো সামতায় ফেরান আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজ। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি আলভারেজের সপ্তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ২২তম গোল।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়। এরপর ম্যাচের ৫৫ মিনিটে গোল পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। এবারের গোলের রুপুকার দিয়াজ। অ্যাটলেটিকো পাঁচ ডিফেন্ডার গিমিনেজ, সিমিওনি, পাবলো বারিওস-লরেন্তে ও ক্লেমেন্ট লেংলেটকে বোকা বানিয়ে দূরের পোস্টে শট নিয়ে বল জালে জড়িয়ে দেন দিয়াজ।

আর এই গোলের মধ্য দিয়ে ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে গ্যালাক্টিকোরা। আগামী সপ্তাহের বুধবার (১৩ মার্চ) রাত ২টায় ফিরতি লেগে অ্যাটলেটিকোর মাঠে মুখোমুখি হবে দু’দল।


একুশে সংবাদ/ এস কে
 

Link copied!